পরিণীতা’র ১০০ পর্ব পার! ডবল সেলিব্রেশনে মাতল বাংলার টপার

পরিণীতা

ডবল সেলিব্রেশনে মেতেছে ‘পরিণীতা’র গোটা টিম। একদিকে বেঙ্গল টপার, অন্যদিকে দেখতে দেখতে ১০০ পর্বের পা। স্বাভাবিকভাবেই কলাকুশলীদের কাছে খুশির দিন। গত বছর ১১ ই নভেম্বর শুরু হওয়া এই ধারাবাহিক লাগাতার ৬ বার বেঙ্গল টপার। এদিন কলাকুশলীরা তাদের অনুরাগীদের কাছ থেকে এসেছে প্রচুর ভালোবাসা।

টিআরপি তালিকায় বাংলার সেরা ধারাবাহিক হওয়ার উচ্ছ্বসের হাসি উদয়-ঐশানীর মুখে। এদিন ডবল সেলিব্রেশনে জন্য গোটা টিমকে কেক পাঠিয়েছেন চ্যানেল কর্তৃপক্ষ। শুটিং মাঝে কেক কেটে, আনন্দের সাথে সেলিব্রেশন হয়েছে। সেই আনন্দের মুহূর্ত ধরা পড়েছে সোশ্যাল মিডিয়ায়।


রিয়াজ লস্কর পোস্ট করা ভিডিওতে নায়িকা পারুল অর্থাৎ ইশানি চট্টোপাধ্যায় বলেন, ‘১০০ হল। এবার এই ১০০ টাকে আরও আরও অনেক ১০০০ করতে হবে। আরও যতদূর যাওয়া যায়। মাইলস টু গো। খুব আনন্দ হচ্ছে।’

 

View this post on Instagram

 

A post shared by Riaz laskar (@riaz_laskar)