চলতি সপ্তাহে ফের টিআরপিতে ছক্কা হাঁকাল জি-বাংলার নতুন ধারাবাহিক ‘পরিণীতা’। গো হারা হেরে গেল স্টার জলসার ‘কথা’ ধারাবাহিকটি। এদিকে টিআর পির তৃতীয় স্থানে উঠে এলো জগদ্ধাত্রী ধারাবাহিক।
গীতা এলএলবি জায়গা নিল চতুর্থ স্থানে। এই মেগার নম্বর আগের থেকে তুলনামূলক ভাবে অনেকটাই কমেছে। অন্যদিকে জগদ্ধাত্রী ধারাবাহিকের নম্বর আগের তুলনায় বেড়েছে।
প্রথম সপ্তাহে ৮.৩ নম্বর নিয়ে প্রথম স্থানে রয়েছে পরিণীতা। ৮.০ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ফুলকি ধারাবাহিক। ৭.৫ নম্বর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে জগদ্ধাত্রী এবং ৭.২ রেটিং নিয়ে চতুর্থ স্থাএ স্থান দখল করল গীতা এলএলবি । ৭.০ রেটিং নিয়ে পঞ্চম স্থানে রয়েছে ‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিক।
প্রথম – পরিণীতা (৮.৩)
দ্বিতীয় – ফুলকি (৮.০)
তৃতীয় – জগদ্ধাত্রী (৭.৫)
চতুর্থ – গীতা LLB (৭.২)
পঞ্চম – কোন গোপনে মন ভেসেছে (৭.০)
ষষ্ঠ – কথা ( ৬.৯ )
সপ্তম – রাঙামতি তীরন্দাজ ( ৬.৭ )
অষ্টম – উড়ান ( ৬.৫ )
নবম – অনুরাগের ছোঁয়া ( ৬.১ )
দশম – শুভ বিবাহ ( ৫.৯ )