দুঃসংবাদ! কাছের মানুষকে হারিয়ে কান্নায় ভেঙে পড়লেন পারিজাত

অভিনেত্রী পারিজাত চৌধুরী

ছোটপর্দায় ‘মিত্তির বাড়ি’ ধারাবাহিকে কাজ করে দর্শকমহলে পরিচিতি লাভ করেছেন অভিনেত্রী পারিজাত চৌধুরী। যদিও তিনি বহু আগে থেকে বড়পর্দায় জনপ্রিয়। প্রথমবার তাঁর অভিনীত ছবি কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এর মঞ্চে। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্প থেকে অনুপ্রাণিত ‘হালুম’ ছবিটি দেখানো হবে।

তবে এত আনন্দের মাঝে মন খারাপ অভিনেত্রী। এই দিনে মন ভালো থাকার কথা থাকলেও সবটা যেন পাল্টে গেল এক ধাক্কায়। কাছের মানুষকে হারিয়ে শোকস্তব্ধ অভিনেত্রী। যেই মানুষটির সাথে তিনি সব কিছু ভাগ করে নিতেন, যেই মানুষটি তাঁর সব কাজ প্রথমে দেখতেন সেই মানুষটি আর তাঁর জীবনে নেই।

সদ্য দিদাকে হারিয়েছেন পারিজাত। সবচেয়ে প্রিয় মানুষটিকে হারিয়ে কান্নায় ভেঙে পরলেও মন শক্ত করে তাকে প্রদর্শনীতে উপস্থিত থাকতে হয়েছে। এদিন পারিজাত বলেন, “তাঁর কথা ভেবেই তিনি প্রদর্শনীতে উপস্থিত থেকেছেন। কারণ, তিনি বেঁচে থাকলে সবচেয়ে বেশি খুশি হতেন। কয়েক বছর আগে যখন এই ছবির শুটিং করেছিলেন, একমাত্র সেই মানুষটি অধীর আগ্রহে অপেক্ষা করেছেন কবে বড় পর্দায় দেখবেন ছবিটি। আজ দর্শক ছবিটা দেখছে ঠিকই, কিন্তু সেই মানুষটা আর পারলেন না।”

অভিনেত্রী জানান, দিদা তাঁর প্রতিটি কাজ দেখতেন, এমনকি সদ্য শেষ হওয়া ধারাবাহিক ‘মিত্তির বাড়ি’র একটিও পর্ব দেখতে ভোলেননি কখনও। সেই মানুষটি পারিজাতের সবচেয়ে কাছের, তার দিদা। তাই প্রথম ছবির এই সাফল্যটাও দিদার জন্যই উৎসর্গ করেছেন পারিজাত।

আচমকা হৃদরোগেই প্রাণ হারান অভিনেত্রীর দিদা। তাই গভীর শূন্যতা নিয়েই দিদার জন্যই আজ প্রদর্শনীতে হাজির হয়েছেন অভিনেত্রী।

সূত্রঃ https://tollytales . com/viral/on-the-day-of-biggest-success-parijat-chaudhuri-lost-the-closest-person-in-her-life-48317?