‘বাবা-মা’ই সবচেয়ে আপন,পরিবারকে সময় দেওয়াটা খুব জরুরি’, পল্লবী দে-র মৃত্যু নিয়ে মুখ খুললেন ছোটপর্দার ‘মিঠাই’ সৌমিতৃষা কুন্ডু

সৌমিতৃষা কুন্ডু

টেলি অভিনেত্রী পল্লবী দে আকস্মিক মৃত্যু গোটা ইন্ডাস্ট্রিকে নাড়িয়ে দিয়েছে। রবিবার সকালে গড়ফার আবাসনের ঘর থেকে উদ্ধার করা হয় অভিনেত্রীর ঝুলন্ত দেহ। অভিনেত্রীর পরিবার থেকে খুনের মামলা দায় করা হয়েছে  লিভ ইন পার্টনার সাগ্নিক ও অপর এক বান্ধবীর বিরুদ্ধে।

মাত্র ২৫ বছর বয়সে মেয়েটির অকাল মৃত্যু মেনে নিতে পারছেন না ইন্ডাস্ট্রির সহ-কর্মী থেকে অনুরাগীরাও। তার এভাবে চলে যাওয়া নিয়ে নিজেদের মতামত জানিয়েছেন ইন্ডাস্ট্রির অনেক তারকারা। এবার পল্লবী দে-র মৃত্যু নিয়ে মুখ খুলতে দেখা গেল ছোটপর্দায় জনপ্রিয় মিঠাই ধারাবাহিকের নায়িকা সৌমিতৃষা কুন্ডুকে।

পল্লবী দে

মাত্র ২২ বছরে জনপ্রিয়তার শিখরে পৌঁছেছেন মিঠাই। তবে বয়স অল্প হলেও তিনি অনেকটাই পরিণত মনের মানুষ, তার প্রমাণ মিলল সৌমিতৃষার কথায়। নাম না নিলেও পল্লবী দে-র মৃত্যু প্রসঙ্গ ইঙ্গিত করেই ছোটপর্দার মিঠাই জানান, “আজকের জেনারেশনের সমস্যা খুব তাড়াতাড়ি হাল ছেড়ে দেওয়া। জীবনে কোনও সমস্যা হলে বাবা-মাকে জানানো উচিত। কারণ বাবা-মা’ই সবচেয়ে আপন”। বাড়ির লোকদের সময় দেওয়াটা খুব জরুরী মনে করেন সৌমি। যদিও লিভ-ইন সম্পর্কে পক্ষপাতী নন এই অভিনেত্রী। কিন্তু তার মতে যদিও কেউ সেটা নিয়ে এগোতে চায়, তাহলে সমস্যা হলে আগে বাড়িতে বলা উচিত।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here