বড় চমক! জগদ্ধাত্রী, পরিণীতা-কে গো হারা হারিয়ে এবার বাজিমাত পরশুরামের

বাংলা ধারাবাহিকের টিআরপি

প্রকাশ পেল বাংলা ধারাবাহিকের টিআরপি লিস্ট। চলতি সপ্তায় বড় চমক দেখে অবাক দর্শক। বাংলা টপার স্থান হারালো জগদ্ধাত্রী, পরিবর্তে ছিনিয়ে ছিনিয়ে নিল নতুন ধারাবাহিক আজকের নায়ক পরশুরাম। খড়কুটো ধারাবাহিকের পর ফের জিত অভিনেত্রী কিনা সাহার।

এদিকের দ্বিতীয় স্থান লাভ করল জগদ্ধাত্রী এবং তৃতীয় স্থানে ফুলকি ও পরিণীতা যুগ্মভাবে স্থান দখল করলো। বোঝাই যাচ্ছে পরশুরাম আর জগদ্ধাত্রী মধ্যে বেশ বড়সড় টক্কর হতে চলেছে আগামী দিনে।

৬.৮ রেটিং নিয়ে প্রথম স্থানে পরশুরাম, ৬.৫ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে জগদ্ধাত্রী এবং ৬.৩ নম্বর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ফুলকি আর পরিণীতা ধারাবাহিক। ৬.২ নম্বর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে রাঙামতি এবং ৫.৪ রেটিং নিয়ে পঞ্চম স্থানে রয়েছে গৃহপ্রবেশ ধারাবাহিক।

প্রথম •• পরশুরাম (৬.৮) 👑

দ্বিতীয় •• জগদ্ধাত্রী (৬.৫)

তৃতীয় •• ফুলকি, পরিণীতা (৬.৩)

চতুর্থ •• রাঙামতি (৬.২)

পঞ্চম •• গৃহপ্রবেশ (৫.৪)

ষষ্ঠ •• চিরদিনই তুমি যে আমার । কথা (৫.৩)

সপ্তম •• চিরসখা (৫.২)

অষ্টম •• কোন গোপনে মন ভেসেছে (৫.০)

নবম •• অনুরাগের ছোঁয়া + রোশনাই(15min) (৪.৮)

দশম •• গীতা LLB (৪.১