শুরু থেকেই টিআরপি তালিকায় সেরা পাঁচে নিজের জায়গা ধরে রেখেছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘পরশুরাম আজকের নায়ক’। এমনকি বেশ কয়েকবার বেঙ্গলটপারের খেতাবও রয়েছে ধারাবাহিকের ঝুলিতে। গল্পে পরশুরাম-তটিনী ওরফে ইন্দ্রজিৎ-তৃণার জুটি বরাবরই দর্শকের পছন্দের।
ধারাবাহিকের জনপ্রিয়তা দর্শকমহলে এতটাই সাড়া ফেলেছে যে ধারাবাহিকের মুকুটে জুড়ল নতুন পালক। এবার হিন্দিতে আসছে পরশুরাম। স্টার প্লাসে শুরু হতে চলেছে ‘মিস্টার অ্যান্ড মিসেস পরশুরাম’। তবে কবে থেকে এই ধারাবাহিকের হিন্দি রিমেকের পথ চলা শুরু হবে সেটা এখনও জানানো হয়নি।
হিন্দিতে ইন্দ্রজিৎ-তৃণার জুটি হিসাবে কাদের দেখা যাবে এই হিন্দি মেগায়? যদিও এই বিষয়ে এখনও কোন তথ্য পাওয়া যায়নি। প্রোমোতে দেখা যাচ্ছে এক ব্যক্তি বাজার করছেন। বাজার করে সে যখন ফিরছে দেখা যাচ্ছে সেই ব্যক্তির এক হাতে বাজারের থলি, অন্য হাতে বন্দুক। এরপর দুই ছেলে মেয়ে এবং স্ত্রীকে নিয়ে হাঁটতে দেখা যাচ্ছে পরশুরামকে।
View this post on Instagram

