প্রকাশ পেল বাংলা ধারাবাহিকের টিআরপি র তালিকা। কে হল এই সপ্তাহের বাংলার টপার? কাড়া করল স্লট লিড? চলুন দেখে নেওয়া যাক এক নজরে।
চলতি সপ্তাহেও বাংলার টপার স্থানে রয়েছে জি-বাংলার পরিণীতা। ফুলকি ফের দ্বিতীয় স্থানে উঠে এলো। অন্যদিকে জি-বাংলার দুই নতুন ধারাবাহিক ছক্কা হাঁকাল। তৃণা সাহার পরশুরাম তৃতীয় স্থান দখল করে নিল আর দিতিপ্রিয়া রায়ের অভিনীত ধারাবাহিক চিরদিনই তুমি যে আমার প্রথম পাঁচে জায়গা করে নিল। সবমিলিয়ে স্টার জলসা থেকে জি-বাংলার সব ধারাবাহিক ভালো ফল করেছে।
৭.০ রেটিং নিয়ে প্রথম স্থানে রয়েছে পরিণীতা। ৬.৪ রেটিং নিয়ে যুগ্মভাবে দ্বিতীয় স্থান দখল করল জগদ্ধাত্রী আর ফুলকি ধারাবাহিক। ৬.৫ নম্বর নিয়ে তৃতীয় স্থানে জায়গা কেড়ে নিল পরশুরাম। চতুর্থ স্থান পেল রাঙামতি তীরন্দাজ, প্রাপ্ত নম্বর ৬.৩ আর ৬.০ রেটিং নিয়ে পঞ্চম স্থানে অবস্থান করল চিরদিনই তুমি যে আমার।
প্রথম – পরিণীতা (৭.০)
দ্বিতীয় – জগদ্ধাত্রী । ফুলকি (৬.8)
তৃতীয় – পরশুরাম (৬.৫)
চতুর্থ – রাঙামতি (৬.৩)
পঞ্চম – চিরদিনই তুমি যে আমার (৬.০)
ষষ্ঠ – কথা । গৃহপ্রবেশ (৫.৯)
সপ্তম – গীতা LLB । চিরসখা (৫.৭)
অষ্টম – কোন গোপনে মন ভেসেছে (৫.৪)
নবম – অনুরাগের ছোঁয়া (৫.১)
দশম – রোশনাই (৪.৮)