খুব শীঘ্রই ঘরেই সদস্য অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তী। বিয়ের দেড় বছরের মাথায় সুখবর শেয়ার করেছেন। সব ঠিক থাকলে জুনেই বাবা-মা হচ্ছেন পরম-প্রিয়া।
তার আগেই এবার সাধ খেলেন অভিনেতার স্ত্রী প্রিয়া চক্রবর্তী। অফিস থেকে সাধ খাওয়ানো হল। প্রিয়া নিজেই সেই ছবি শেয়ার করে নিলেন সোশ্যাল মিডিয়ায়।
আসলে মে মাসের মাঝামাঝি সময় থেকে মাতৃত্বকালীন ছুটি নিচ্ছেন প্রিয়া। তার আগে অফিসের সহকর্মীরা পরম যত্নে তাকে সাধ খাওয়ালেন।
সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে, প্রিয়ার সামনে সাজানো সাধের থালা। নানা রকম খাবার সাজিয়ে প্রিয়াকে খাইয়ে দিচ্ছেন। ছবি শেয়ার করে প্রিয়া লেখেন, ‘সহকর্মী পিয়া মাতৃত্বকালীন ছুটিতে যাওয়ার আগে, আপিশে খাওয়া দাওয়ার আয়োজন ছিল | রাজেশ, পিয়া যা যা খেতে পছন্দ করেন তাই রেঁধেছিলেন, তার মধ্যে ডায়মন্ড ফিস ফ্রাই তো থাকতেই হবে ! পরম যদি বা একটু আধটু মিষ্টি খেতে ভালবাসেন, পিয়া তো নাহ নাহ করে ওঠেন! নামমাত্র মিষ্টি আর দই ছিল |’