সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যেই ঝড় তোলেন ‘রোজগেরে গিন্নি’ খ্যাত পরমা বন্দ্যোপাধ্যায়। অভিনেত্রীর মন্তব্যের জেরে প্রায়সময় তাকে নেটিজেনদের কটাক্ষের মুখে পড়তে হয়। এবার টলিউডের দুই অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু এবং তনিষ্কা তিওয়ারির নাম নিয়ে প্রশ্ন তুললেন পরমা।
অন্যদিকে পরমার পোস্টে বেজায় চটলেন ছোটপর্দার মিঠাই ওরফে সৌমিতৃষা। ঠিক কি ঘটনা ঘটল? সম্প্রতি পরমা তার ফেসবুকের পাতায় সৌমিতৃষা কুণ্ডু এবং তনিষ্কা তিওয়ারির নামের অর্থ জানতে চেয়ে পোস্ট করেন।
পরমা তাঁর পোস্টে লেখেন, ‘আচ্ছা, ভারতীয়দের ভাল নামের অর্থ হয় বলে শুনেছি, সেদিন একটা নাম শুনলাম, একজন জনপ্রিয় অভিনেত্রীর। সৌমিতৃষা। আরেকটাও শুনলাম। তনিষ্কা। এটা বেশ জনপ্রিয় গত কয়েক বছর। আচ্ছা সৌমিতৃষা মানে কি? আজকাল এইরকম শক্ত নামের খুব ” ট্রেন্ড ” ।
পরমার এই পোস্ট নিয়ে সৌমিতৃষার জবাব কী? আজকাল ডট ইন-কে সৌমিতৃষা বলেন, ‘আমি আমার নামের মানে ওঁকে জানাতে যাব কেন? উনি জানেন না, সেটা ওঁর ব্যাপার। যাঁরা জানেন তাঁরা জানেন। আমাদের ভারতীয়, সংস্কৃত নামগুলোর কিছু কিছু মানে আছে। সবার নামের কিছু না কিছু মানে আছে। কঠিন নাম মানেই তার মানে নেই, এটা নয়। পৃথিবীতে আরও অনেক অনেক বিষয় আছে। এসব ছোটখাটো বিষয় নিয়ে কারও মাথা না ঘামালেও চলবে। কারওর নামের মানে নিয়ে তো দেশ চলছে না।’
সমাজমাধ্যমে এই ধরণের অবান্তর প্রশ্ন নিয়ে ফের আরও একবার অপমানিত হলেন পরমা। তবে সৌমিতৃষা কুণ্ডু না জানালেও জানিয়ে রাখা ভাল, সৌমিতৃষা নামটির অর্থ শান্ত বা সৌম্য ব্যক্তিত্ব। অন্যদিকে তনিষ্কা হল দুর্গার অপর নাম। বা সোনার দেবী।

