ছেলের জন্মের ৩ মাসের মাথায় বড় সিদ্ধান্ত নিলেন পরম-প্রিয়া

পরম-প্রিয়া

চলতি বছরে ১ জুন পরম চট্টোপাধ্যায় এবং প্রিয়া চক্রবর্তীর ঘরে আলো করে এসেছে পুত্র সন্তান। ছেলের জন্মের পর থেকে তার মুখ প্রকাশ্যে আনেননি তারা। যদিও মুখ আড়ালে রেখে ছেলের নানা ঝলক শেয়ার করেন।

তবে এয়ার ছেলের জন্মের ৩ আসের মাথায় বড় সিদ্ধান্ত নিলেন এই তারকা দম্পতি। মাত্র ৩ মাসের পুত্রকে শিক্ষার প্রথম ধাপ শুরু করে।

পিয়া একটি ছবি পোস্ট করেন। যেখানে দেখা যায় বিছানায় উপর উপুড় হয়ে শুয়ে রয়েছে একরত্তি। একরত্তি সামনে নানা সাদা কালো প্যাটার্ন। শেয়ার করে লেখেন, ‘ইটস টামি টাইম।

পরম-প্রিয়া

টামি টাইম হল শিশুকে জেগে থাকা অবস্থায় বং তত্ত্বাবধানে রেখে কিছুক্ষণ উপুড় করে শুইয়ে রাখা হয়। এটি ঘাড়, কাঁধ, পেশি শক্তিশালী করতে সহায়তা করে। বাচ্চার মস্তিকের বিকাশ হয়। মানসিক সুস্থতার জায়গা থেকে ছেলের জন্য এই সিদ্ধান্ত।