অবশেষে চতুর্থীর দিন সকালেই ছেলের মুখ প্রকাশ্যে আনলেন পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তী। এতদিন ছোট্ট খুদে কে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন পরমের ভক্তরা। এখানেই শেষ নয়, সঙ্গে ছেলের কি নাম রেখেছেন তাও জানালেন পরম-পিয়া।
ছেলের বয়স মাত্র তিন মাস। ছোট্ট ছোট্ট হাত, গোল গোল চোখ, একরত্তির ছবি প্রকাশ্যে আসতেই ভালোবাসা-আদরে ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছেলের দুটি ছবি পোস্ট করেন পিয়া। প্রথম ছবিতে একটি আকাশী রঙের জামা পরে বিছানায় শুয়ে থাকতে দেখা যায় ছোট্ট একরত্তিকে। আর একটি ছবিতে বাবার কোলে দেখা মেলে পরম-পুত্রের।
ছেলের নামও রেখেছেন সুরের ছোঁয়ায়। পরম-পিয়া ছেলের নাম রেখেছেন নিষাদ। সাত সুরের একেবারের শেষ সুর। ‘নিষাদ’ মানে যাকে দুঃখ কখনও ছুঁতে পারে না। আদর করে ছেলের আরও একটা নাম রেখেছেন তারকাদম্পতি, ‘নডি’।
ছেলের ছবি পোস্ট করে ক্যাপশনে পিয়া লেখেন, ‘নিষাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। সঙ্গীতের সপ্তম সুর, যাকে দুঃখে স্পর্শ করতে পারে না। ওর ডাক নাম নডি, বড় মাথাওয়ালা ছোট্ট ছেলে। ও কী সুন্দর না?’
পিয়ার কথায়, ছেলের মুখে দু’জনের ছায়া রয়েছে। ছেলেকে ও নিজেদের সামলাতে সামলাতে কীভাবে সময় বয়ে যাচ্ছে বুঝতে পারছেন না তাঁরা। ছেলের ভাল নাম নিষাদ হলেও, বাবা পরম নাকি ছেলেকে ‘জুনিয়র’ নামেই ডাকেন।
View this post on Instagram