ছেলেকে দুধ খাওয়ানো থেকে শুরু করে যত্ন নেওয়া সবটাই সামলাচ্ছেন পরম! বাবা হিসাবে পরমকে কত নম্বর দিলেন পিয়া?

পরমব্রত চট্টোপাধ্যায়

ছেলের বয়স সবে দু’মাস। তবে এখনই খুদের ছবি প্রকাশ্যে না আনলেও পেরেন্টিংয়ের নানা মুহূর্ত মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেন পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তী। সম্প্রতি ছেলের সাথে কাটানো সুন্দর মুহূর্তের ছবি ভাগ করে নিলেন পিয়া।

বাবার দায়িত্ব পালনে পরম কোন অংশেই কম যান না তা ছবিতেই বেশ স্পষ্ট। পিয়ার শেয়ার করা প্রথম ছবিতে দেখা যায় ছেলেকে কোলে নিয়ে বাবা পরম চুমু দিচ্ছেন ছেলের গালে। পরের ছবিতে একরত্তির ছোট্ট ছোট্ট দুটি মজা পরা পা দেখা যায়। এরপর পরম ছেলেকে ফিডিং বোতল থেকে দুধ খাওয়াচ্ছিলেন শেই ছবি ভেসে ওঠে। এই সব ছবিগুলি দিয়ে ক্যাপশনে পিয়া লেখেন, ‘প্যারেন্টহুড’।

ছবি দেখে বোঝাই যাচ্ছে, বাবা হিসাবে ছেলের যত্নে কোন খামতি রাখেননি পরম। আপাতত কাজ থেকে বিরতি নিয়ে ছেলের সাথেই সময় কাটাচ্ছেন পরম। অন্যদিকে পিয়াও একজন সমাজকর্মী। একটি এনজিওর সঙ্গে কর্মরত তিনি। এই মুহূর্তে পিয়াও মাতৃত্বকালীন ছুটিতেই রয়েছেন।

ছেলে জন্মের পর নতুন বাবা -মা হিসাবে দায়িত্ব অনেকটাই বেরেছে পরম-পিয়ার। সেক্ষেত্রে সন্তানের খাওয়া থেকে খেলা, ঘুম সবটার যত্ন নিতে হচ্ছে দম্পতিকে।