এই মুহূর্তে নতুন বাংলা সিরিয়াল ‘কার কাছে কই মনের কথা’ রয়েছে চর্চায়। ধারাবাহিকে যেভাবে বাস্তব দিক ফুটিয়ে তোলা হচ্ছে যা দেখে অনেকেই মিল খুঁজে পাচ্ছেন। শ্বশুর বাড়ি আসার পর থেকে শিমুলের কপালে শান্তি নেই। ক্রমশ বেড়ে চলেছে অত্যাচার।
শাশুড়ি মা এবং স্বামীর মানসিক অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে শিমুলের জীবন। এদিকে বাপের বাড়ি ফিরে যাওয়ারও উপায় নেই। এই মুহূর্তে ধারাবাহিকে দেখানো শিমুলের কাছে শ্বশুরবাড়ি আস্ত জেলখানা।
ধারাবাহিকের যারা নিয়মিত দর্শক তারা সাম্প্রতিক পর্বে দেখেছেন, পাড়ার অনুষ্ঠানের জন্য পাড়ার প্রতিবেশী বন্ধুদের সঙ্গে নাচের রিহার্সাল করলে রেগে যায় তার শিমুলের শাশুড়ি মা। ছেলে বাড়ি ফিরতেই তার কাছে গিয়ে শিমুলের নামে নিন্দা করে। রেগে যায় পরাগ এবং পাড়া ভর্তি লোকের সামনে তাকে বাড়ি থেকে বের করে দিতে চায়।
এরপর ধারাবাহিকে দেখা যাবে, শিমুলের মন খারাপ তাই সে খাবে না। তার সঙ্গে দুর্ব্যবহার করে পলাশ। এমনকি পরাগ শিমুলকে মারে এবং মায়ের কাছে ক্ষমা চাইতে বলে কিন্তু শিমুল অন্যায় করেনি তাই সে শাশুড়ি মায়ের থেকে ক্ষমা চাইতে অস্বীকার করে।
এরপর শিমুলের প্রতি দুর্ব্যবহার করে পরাগ। হাত ধরে টেনে বাড়ির বাইরে বের করে দেয় এবং জানায়, সে যতক্ষণ মায়ের কাছে ক্ষমা না চাইবে তাকে বাড়িতে ঢুকতে দেওয়া হবে না। এবার শিমুল কি করবে সেটাই দেখার। কিন্তু এই দৃশ্য দেখে পরাগ চরিত্রের উপর বেজায় চটেছেন দর্শক আবার অধিকাংশ দর্শকের এই চরিত্রে মধ্যে সমাজের কিছু মুখোশধারী মানুষের মিল খুঁজে পাচ্ছেন।