‘চোখের তারা তুই’ ধারাবাহিকের দীর্ঘ ১২ বছর পর ছোটপর্দায় ফিরছেন ক্যান্সার জয়ী অভিনেত্রী পাপিয়া সেন

অভিনেত্রী পাপিয়া সেন

অভিনয় জগত থেকে হারিয়ে গিয়েছেন বহু অভিনেতা-অভিনেত্রীরা। তাদের মধ্যেই একজন হলেন বর্ষীয়ান অভিনেত্রী পাপিয়া সেন। ছোটপর্দা থেকে বড়পর্দা সর্বত্রে চুটিয়ে করেছেন কাছ। তবে দীর্ঘ ১৩ বছর অভিনয় জগত থেকে একেবারেই গায়েব তিনি।

জনপ্রিয় অভিনেত্রীদের তালিকায় তার নাম থাকত। প্রচুর বাংলা ধারাবাহিকে কাজ করেছেন। তাকে শেষবারের মতো দেখা গিয়েছিল ‘চোখের তারা তুই’ ধারাবাহিকে। তবে নতুন প্রজন্মের ভিড়ে তিনি হারিয়ে যান । সম্প্রতি আম অর্পিতা নামে এক ইউটিউব চ্যানেলের সাক্ষাৎকারে ধরা দিলেন অভিনেত্রী।

এই সাক্ষাৎকার থেকে জানা গেল বহু বছর পর আবার বাংলা টেলিভিশনে ফিরতে চলেছেন অভিনেত্রী। জি-বাংলার নতুন মেগা ধারাবাহিক ‘কনে দেখা আলো’র হাত ধরে ফিরছেন তিনি।

২০১৮ সালে ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন অভিনেত্রী পাপিয়া সেন। তবে তার মনের জোরের কাছে হার মেনেছে মারণ রোগ। ক্যান্সার যুদ্ধে জয়ী হয়ে আবার অভিনয় জগতে ফিরছেন তিনি।

এই সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ‘মাঝে একবার ধারাবাহিকে ফেরার চেষ্টা করেছিলাম কিন্তু আমার মেয়ের দুজন যমজ কন্যা সন্তান হয় তাই তাদেরকে সময় দিতে কিছুটা সিদ্ধান্ত পরিবর্তন করি। ২০১৮ সালে যখন আমার ক্যান্সার ধরা পড়লো তখন আমি ভাবলাম হয়তো জীবনটা এখানেই শেষ। তখন সদ্য আমার মেয়ের দুজন যমজ সন্তান হয়েছে। তাদের নিয়ে ব্যস্ত ছিলাম কিন্তু হঠাৎ করে জীবনে এরকম একটা খারাপ সময় আসবে আমি ভাবতে পারিনি। কিন্তু আমি ভেঙে পড়িনি লড়াই করেছি। কিন্তু তারপর এভাবে ফিরে আসব তা ভাবতে পারিনি। আমার তখন মনে হয়েছিল হয়তো পৃথিবীতে আমার কিছু কাজ এখনো বাকি আছে। এরপর একদিন দেবলীনার সাথে থিয়েটার হলে দেখা। আমি দেবলীনাকে অনুরোধ করি কাজ দেওয়ার জন্য, আমি মেগা সিরিয়ালে কাজ করতে চাই। এরপরই এই কনে দেখা আলোর সেটে ফেরা।’

সূত্রঃ https://binodonxp . com/entertainment/tollywood/actress-papiya-sen-cast-in-a-bengali-serial-after-many-years-31696