আমেরিকায় গান গাইতে গিয়ে চরম অপমানিত পণ্ডিত অজয় চক্রবর্তী, গর্জে উঠলেন লোপামুদ্রা মিত্র

পণ্ডিত অজয় চক্রবর্তী

নর্থ আমেরিকায় গান গাইতে গিয়ে চরম অপমানের মুখে পড়লেন পণ্ডিত অজয় চক্রবর্তী। তাও আবার আমেরিকার বাঙালিদের হাতে। সেখানে শিল্পীদের জন্য খাবারের ব্যবস্থা নেই, গাড়ি, সাউন্ড চেক- প্রতি পদে পদে অপমানিত হতে হয়েছে তাকে। এমনকি  আয়োজক অভীক দাশগুপ্তের দেখা মেলেনি।

সোশ্যাল মিডিয়ায় একটি মেইল মাধ্যমে সেই খবর নিজেই জানান তিনি। এরপরই ক্ষোভে ফেটে পড়েছেন বাকি শিল্পীরা। এইধরনের ঘটনায় গর্জে উঠলেন আরেক শিল্পী লোপামুদ্রা সিনহা। বাকি শিল্পীদের দিকে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন তিনি।

ফেসবুকে লম্বা পোস্ট করে  লোপামুদ্রা সিনহা জানান, “এরপরও পশ্চিমবাংলার গায়ক-গায়িকা, ব্যান্ড , ঐক্যবদ্ধ হয়ে নিজেদের সম্মান রক্ষা করবে না। ‘আমরা’ হয়ে উঠতে পারবে না, ‘আমি’ হয়েই থাকবে। অদ্ভুত অপমান সহ্য করে চলতেই থাকবে, বছরের পর বছর। গা বাঁচিয়ে চলবে। আসলে আমরা নিজেরা কেউ আমাদের নিজেদের ভাষা, নিজেদের কাজকে আর শ্রদ্ধা করি না। শুধুমাত্র জায়গা হারানোর ভয়। এই করতে করতে বিন্দুও যে থাকবেনা, সে চিন্তা কারোর নেই। নাটক, সিনেমার কথা বলতে পারবো না। ওটা আমার বিষয় নয়। আজকাল নিজেকে তথা নিজেদের ঘেন্না করে আমার। দিন গালাগালি আমাকে। মনের জ্বালা থেকে বললাম। আর কিছুতে কিছু এসে যায় না। ** শুধু বিদেশের জন্য বলছি না, স্বদেশে , স্ব-শহরে কি হয়, সেটাও ভেবে দেখো, গানের বন্ধুরা।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here