অতীত-বর্তমানের হাতছানিতে শুরু থেকেই জি- বাংলার ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকটি পছন্দের হয়ে উঠেছে দর্শকের কাছে। সেইসাথে আর্য-অপর্ণা জুটি হিসাবে জিতু- দিতিপ্রিয়ার কেমিস্ট্রি এখন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক হিট। সেইসাথে গল্পের বাকি চরিত্র গুলো দর্শকের কাছে বেশ প্রশংসনীয়।
তাদের মধ্যে একজন হল গল্পের কিংকর। আর এই চরিত্রটিকে পর্দায় ফুটিয়ে তুলেছেন অভ্রজিৎ চক্রবর্তী। ইদানীং পর্দায় কিংকরের অভিনয়ে মুগ্ধ হয়ে সোশ্যাল মিডিয়ায় প্রশংসা জানালেন আর্য ওরফে জিতু কমল।
জিতু লেখেন, ‘অভ্রজিৎ দা তুমি সত্যি একজন ভালো অভিনেতা। তোমার থেকে প্রতিদিন কিছু না কিছু শিখি। তুমি প্রতিদিন অবাক করো তোমার ক্রাফটের এর মাধ্যমে। অনেক অনেক অনেক ভালো হোক তোমার।🙏🏻🙏🏻🙏🏻 বিজয়ার মিষ্টির প্লেটে আমি ঝুরিভাজা হলে, তুমি হলে সেই রাজভোগ,যাকে ছাড়া মিষ্টি মুখ অসম্পূর্ণ।’
জিতুর পোস্ট দেখে বলতেই হয়, সত্যিকারের প্রতিভা শুধু নিজের নয়, অন্যের প্রতিভাকেও শ্রদ্ধা করতে জানে। আর এই গুনটাই বাকি সবার থেকে আলাদা করে জিতুকে। জিতুর পোস্টে নেটিজেনদের অনেকেই সহমত জানিয়েছেন। সেইসাথে জিতুর প্রশংসা করতেও বাদ রাখেননি।