ছোটপর্দার দর্শকের চোখে আজও নিজের জায়গা ধরে রেখেছে জি-বাংলার ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিক। গল্পের নতুন মোড় থেকে শুরু করে নতুন চরিত্র, সবটাতেই নতুন চমক এনেছে এই মেগা। এতদিন গল্পের নায়ক হিসাবে দর্শক দেখেছেন সৌম্যদীপ মুখোপাধ্যায়কে ‘স্বয়ম্ভূ’ চরিত্রে। সম্প্রতি ধারাবাহিকে এন্ট্রি নিয়েছেন দুর্গার নতুন নায়ক অভিনেতা ঋষভ ভৌমিক।
ধারাবাহিকে ‘জগদ্ধাত্রী’ ও ‘দুর্গা’ এই দুই চরিত্রেই অভিনয় করছেন অঙ্কিতা মল্লিক। শুটিং সেটে মাত্র কয়েকদিনের মধ্যেই অঙ্কিতার সঙ্গে ভালো বন্ধুত্ব হয়ে গেছে ঋষভের। ‘জগদ্ধাত্রী’ তে মাত্র কয়েকদিনের কাজের অভিজ্ঞতায় অঙ্কিতার প্রশংসায় পঞ্চমুখ ঋষভ।
ঋষভের কথায়, শুটিং চলাকালীন যেকোন অসুবিধায় পাশে থাকার আশ্বাস দিয়েছেন অঙ্কিতা। যদিও এখনো পর্যন্ত রোমান্টিক দৃশ্য শুট হয়নি, তবে ঋষভের বিশ্বাস, সে ধরনের দৃশ্যেও অঙ্কিতার সাথে কোনও অসুবিধা হবে না, কারণ অঙ্কিতা বাস্তবেও খুব ভালো মনের মানুষ।