সারেগামাপা জয়ী অতনুর গানের প্রশংসায় পঞ্চমুখ ব্রততী বন্দ্যোপাধ্যায়

অতনু মিশ্র

সদ্যই সারেগামাপা ২০২৪-এর বিজেতা হয়েছেন খুদে প্রতিযোগী অতনু মিশ্র। গোটা সিজন ধরেই গান দিয়ে দর্শকের মনে জায়গা করে নিয়েছে এই খুদের প্রতিভা। এর আগে জি বাংলা সারেগামাপা লিটল চ্যাম্পসের প্রতিযোগী ছিল সে, তবে সেবারে ট্রফি হাতে আসতে পারেনি, কিন্তু এবার স্বপ্নপূরণ হয়েছে তার।

ক্লাস সেভেনের ছাত্র অতনু। এত ছোট বয়সে তার গানের প্রতিভা দেখে সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করলেন স্বয়ং ব্রততী বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি ব্রততীর সঙ্গে তোলা একটি ছবি, ও কমেন্টের স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে অতনু লেখে, ‘আমার পরম প্রাপ্তি। আমি কয়েকদিন আগে, ‘কাদের কূলের বৌ গো তুমি’ এই গানটি গেয়ে আপলোড করেছিলাম। ওই গানটিকে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন। ওই গানটিতে আবৃত্তি শিল্পী ব্রততী ম্যাম আমাকে অনেক আদর দিয়েছেন। আমি খুব খুশি। সকলে আমার প্রণাম নেবেন ও আশীর্বাদ করবেন।’

কমেন্টে ব্রততী লিখেছেন, ‘অপূর্ব, অপূর্ব অতনু! এত্ত আদর।’ জবাবে অতনু লেখে, ‘আপনি যেদিন জি বাংলা সারেগামাপা-র মঞ্চে এসেছিলেন, সেদিন আমার গান আগে হয়ে গিয়েছিল। আপনি আমারগান শোনননি। এটাই আমার আক্ষেপ ছিল। এখন আমি খুব খুশি, আপনি আমার গান শুনে ভালোবাসা দিয়েছেন। আমি সত্যি ধন্য। আমার প্রণাম নেবেন।’

পড়াশোনার পাশাপাশি চোখে একজন বড় শিল্পী হওয়ার স্বপ্ন নিয়ে এগিয়ে চলেছে অতনু।