‘ট্যালেন্টেড, পরিশ্রমী… যখনই তোকে দেখি মন্ত্র মুগ্ধের মতন…’ পরিণীতা’র পারুলের প্রশংসায় পঞ্চমুখ অন্বেষা

ঈশানী চ্যাটার্জি

এই মুহূর্তে টিভির পর্দায় রমরমিয়ে চলছে পরিণীতা ধারাবাহিক। প্রথম ধারাবাহিকেই পারুল চরিত্রে বাজিমাত করে চলেছেন অভিনেত্রী ঈশানী চ্যাটার্জি। পারুল-রায়ানের জুটি এখন পর্দায় হিট। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ঈশানীর প্রশংসা জানালেন অভিনেত্রী অন্বেষা হাজরা। যিনি এখন ছোটপর্দায় আনন্দি নামেই পরিচিত।

ধারাবাহিকে পারুল ওরফে ঈশানীর একটি নাচের ভিডিও পোস্ট করে অন্বেষা লেখেন, ‘ট্যালেন্টেড, পরিশ্রমী…আর কি কি বলবো জানি না ঈশানী…আমি তোকে দেখি মন্ত্র মুগ্ধের মতন দেখি…’

‘অনেক অনেক বড় হও ঈশানী…সময়ের সাথে সাথে অভিজ্ঞতা বাড়বে তোর, তুইও কালের নিয়মে সিনিয়র হবি…আমি তো ভগবান নই যে তোকে আশীর্বাদ করবো তবে আমি মন থেকে চাই তুই এমন একজন সিনিয়র অভিনেত্রী হয়ে ওঠ যাকে সব্বাই আইডিওলাইজ করবে, আর তুই হবিও…আরো অনেক কিছু, ভালো থাক, সুস্থ থাক।’

অন্বেষার পোস্টে সহমত জানিয়েছেন নেটিজেনরা। এমনকি ধারাবাহিকে পারুলের অভিনয়ের প্রশংসাও জানান দর্শকমহল।

ঈশানী চ্যাটার্জি