‘অন্বেষা অভিনেত্রী হবে বলে এসেছে, কাজে লাগাতে পারলে মেয়েটা অনেকদূর যাবে’, অন্বেষার প্রশংসায় পঞ্চমুখ অভিনেত্রী মানসী সিনহা

মানসী সিনহা

ছোটপর্দায় অভিনয় করার পাশাপাশি বড়পর্দাতেও একাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি। তবে বেশিরভাগ মা, মাসি কিংবা শাশুড়ির চরিত্রে অভিনয় করতে দেখা গেছে তাকে। কথা হচ্ছে অভিনেত্রী তথা পরিচালক মানসী সিনহা কে নিয়ে। ইতিমধ্যেই তার দ্বিতীয় ছবি ‘৫ নং স্বপ্নময় লেন’ মুক্তি পেয়েছে।

মানসী সিনহা পরিচালিত ছবিতে প্রযোজনা করেছেন শুভঙ্কর মিত্র, সঙ্গীত পরিচালনা করছেন জয় সরকার। এছাড়াও ছবিতে অভিনয় করেছেন খরাজ মুখার্জি, অপরাজিতা আঢ্য, চন্দন সেন, অর্জুন চক্রবর্তী, অন্বেষা হাজরা, পায়েল মুখার্জি, সায়ন সূর্যসহ আরও অনেক শিল্পী। ছবি মুক্তির আগেই অভিনেত্রী অন্বেষাকে নিয়ে বেশ কিছু কথা বললেন মানসী।

এর আগে মানসী ও অন্বেষাকে একসাথে দেখা গিয়েছিল জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক এই পথ যদি না শেষ হয় তে। মানসীর নতুন ছবিতে অন্বেষাও থাকছেন এক গুরুত্বপূর্ণ ভূমিকায়। এই প্রসঙ্গে মানসী জানায়, ‘অন্বেষা নায়িকা হতে জন্মায়নি, অভিনেত্রী হবে বলে ও এসেছে। ওর পা মাটিতে থাকলেও শিকড় ছড়িয়ে রয়েছে চারিদিকে। এই ছবিতে কাজ করার পর ইন্ডাস্ট্রি থেকে আরও ভালো কাজ পাওয়া উচিৎ অন্বেষার। ওকে ঠিক মত কাজে লাগাতে পারলে ও অনেকদূর যাবে।’