জি-বাংলার পর্দার জনপ্রিয় মেগা ধারাবাহিক ‘নিম ফুলের মধু’র শুটিং ইতিমধ্যে শেষ হয়ে গেছে। পর্দা থেকে আর কিছুদিনের মধ্যেই বিদায় নেবে এই মেগা ধারাবাহিক ।
ধারাবাহিক শেষ হওয়ার পর স্বাভাবিকভাবেই গোটা টিমকে মিস করছেন কৃষ্ণা ওরফে অভিনেত্রী অরিজিতা মুখোপাধ্যায়। ধারাবাহিক শেষ হতেই বাবুউউ আর বৌমা পর্ণাকে ভীষণ মিস করছেন কৃষ্ণা। দুজনেই তার খুব ভালো বন্ধু। পর্দায় রুবেলের মায়ের চরিত্রে অভিনয় করলেও তার বাস্তবে সমবয়সী।
পর্দায় শাশুড়ি বৌমা’র সম্পর্ক সাপে নেউলে হলেও বাস্তবে পর্ণা থুড়ি পল্লবীর সাথে দারুণ বন্ডিং অরিজিতার। পল্লবীর সাথে সমীকরণ নিয়ে এই সময় অনলাইনকে কৃষ্ণা থুড়ি অরিজিতা জানায়, ‘বাবুর পরে যদি আমার কারও সঙ্গে সবচেয়ে বেশি সিন থাকে, সেটা পর্ণা। আসলে পল্লবী এত টেকনিকালি সাউন্ড একজন অভিনেত্রী, যে কখনও ওঁকে আমি কোনও বিষয়ে বিরক্ত হতে দেখিনি। ও জানে কোথায় কতটুকু অভিনয় করতে হয়। আর ওঁর সবচেয়ে বড় গুণ ভদ্র ব্যবহার। আমি ভাগ্যবান এরকম টিম পেয়ে। কারও মন রাখার জন্য বলছি না। পল্লবী আর রুবেল সত্যিই খুব ভালো কো-অ্যাক্টর। যাঁরা কাজ করেছেন একমাত্র তাঁরাই জানেন।’
সূত্রঃ https://eisamay . com/entertainment/telugu-singer-kalpana-raghavendar-hospitalised-for-allegedly-tried-taking-her-own-life-report-says/200352708.cms