‘কী যন্ত্রণা…মিস করছি’! মা-বাবার জন্য বেজায় মন খারাপ পর্ণা ওরফে পল্লবী শর্মার, অভিনেত্রীর পোস্টে চোখে জল ভক্তদের

অভিনেত্রী পল্লবী শর্মা

বাবা-মা হারানোর যন্ত্রণা তারাই বোঝেন যারা এটা হারিয়েছেন। ঠিক যেমন অভিনেত্রী পল্লবী শর্মা। যাকে আপনারা ছোটপর্দার ‘পর্ণা’ হিসাবে বেশি চেনেন। শৈশবে বাবা-মাকে হারিয়েছে পল্লবী। তারপর থেকে পিসির কাছেই মানুষ।

জীবনে বড় বিপদে পড়লে সন্তান পাশে বাবা-মা এসে দাঁড়ায় কিন্তু সেই পথে একাই লড়াই করেছেন অভিনেত্রী। ছোট থেকে বাবা-মাকে হারিয়ে অনেক ওঠা-পড়ার মধ্যে দিয়ে যেতে হয়েছে। এমনকি কাছের মানুষগুলো পর হতে দেখেছেন নিজে চোখে। যেহেতু শৈশব থেকে নিজে লড়াই নিজেই লড়ছেন তাই খুব সাহসী তিনি। কোনও কিছু তাকে এখন দুর্বল করতে পারে না। তবে আচমকাই মন খারাপ অভিনেত্রী।

সোশ্যাল মিডিয়ায় জ্বলজ্বল করছে তার লেখা পোস্ট। এত বছর পর বাবা-মায়ের অভাব অনুভব করছেন। সোশ্যাল মিডিয়া পর্ণা থুড়ি পল্লবী একটি পোস্টে লেখেন, ‘বাবা তোমাকে মিস করছি, মা তোমাকেও’ । আচমকাই এরকম একটা পোস্ট ঘিরে চিন্তিত তার অনুরাগীরা। তাহলে কি অবসাদে ভুগছেন অভিনেত্রী। কি হল পর্ণার? কমেন্ট বক্সে অভিনেত্রীকে সাহস জুগিয়েছে ভক্তরা।

তবে বলে রাখা দরকার, অভিনেত্রী পল্লবী শর্মা বহু সাক্ষাৎকারে জানিয়েছেন ফেসবুকে তার কোনও একাউন্ট নেই। তাহলে কি যেই একাউন্ট থেকে এই পোস্ট করা হয়েছে সেটি কি ভুয়ো?