জি-বাংলায় আসছে এক নতুন ধারাবাহিক ‘তারে ধরি ধরি মনে করি’। গল্পে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে ছোটপর্দার জনপ্রিয় নায়িকা পল্লবী শর্মা ও অভিনেতা বিশ্বরুপ বন্দোপাধ্যায়কে। ইতিমধ্যেই ধারাবাহিকের প্রথম প্রোমো প্রকাশ্যে আসলেও অনেকের মনেই প্রশ্ন জেগেছে কবে থেকে সম্প্রচার শুরু হবে এই নতুন মেগা?
তবে জানা যাচ্ছে, শুরুর আগেই বিপদের মুখে পল্লবী শর্মার নতুন ধারাবাহিক। ‘নিম ফুলের মধু’র পর এই নতুন মেগার হাত ধরেই টেলিপর্দায় কামব্যাক করেছিলেন ছোটপর্দার ‘পর্ণা’ ওরফে পল্লবী। কিন্তু আচমকা কেন বিপদের মুখে এই নতুন মেগা?
বর্তমানে জি-বাংলার প্রায় সব ধারাবাহিকের টিআরপি বেশ ভালো। আর চ্যানেল নতুন গল্প তখনই নিয়ে আসে যখন কোন ধারাবাহিক টিআরপিতে অনেকটাই পিছিয়ে পরে। এমন অবস্থায় কোন ধারাবাহিকের স্লটই ফাঁকা নেই। আর তাই কোন ধারাবাহিক পর্দা থেকে বিদায় না নিলে নতুন মেগাকে কেনই বা আনবে চ্যানেল কতৃপক্ষ।
সম্ভবত সেই কারণে পিছিয়ে যাচ্ছে ‘তারে ধরি ধরি মনে করি’ ধারাবাহিকের সম্প্রচার। যতক্ষন না কোন মেগা পর্দা থেকে বিদায় নিচ্ছে ততক্ষন পর্যন্ত পর্দায় আগমন ঘটবে না এই নতুন মেগার এমনতাই মনে করা হচ্ছে।

