নিম ফুলের মধু শেষ হতেই জি-বাংলার জনপ্রিয় ধারাবাহিকে ফিরলেন পল্লবী শর্মা

পল্লবী শর্মা

নিম ফুলের মধু ধারাবাহিক শেষ হয়েছে বেশ কিছুদিন হল। তবে সেই রাশ যেন এখনো যায়নি। দর্শক ধারাবাহিকের নায়িকা পল্লবীকে ভীষণ মিস করছেন। আর দর্শকের মন খারাপের মাঝেই তাদের খুশি করলেন পর্ণা।

নিম ফুলের মধু শেষ হতেই পল্লবীর দেখা মিলল জি-বাংলার আরেক জনপ্রিয় ধারাবাহিক ‘পরিণীতা’য়। না কোনও নতুন চরিত্রে নয়, রিণীতার হোলি স্পেশাল এপিসোডে লকি, রাইপূর্ণা-র সঙ্গে হাজির ছিলেন পর্ণাও।

রায়ানকে দেখে পর্ণা বলে, তোমাকে না অনেকটা আমার ভাইয়ের মতো দেখতে’! আর  পর্ণার মুখে একথা শুনে দর্শক ভীষণ মজা পান। কারণ নিম ফুলের মধু’তে পর্ণার দেওরের চরিত্রে অভিনয় করেছিলেন উদয়। এক দিনের জন্য হলেও পল্লবীকে ছোটপর্দায় দেখে খুশি হয়েছেন দর্শকেরা।