
অভিনেত্রী পল্লবী শর্মা বাংলা সিরিয়ালের এক জনপ্রিয় অভিনেত্রী। যার হেটার্সের সংখ্যা নেই বললেই চলে। আট থেকে আশি সকলেই তার অভিনয় ভীষণ পছন্দ করেন।
বহুদিন ধরে এই ইন্ডাস্ট্রিতে থাকলেও তিনি বেছে বেছে প্রোজেক্টে চুজ করেন। তাই তো এত বছরে পল্লবী মাত্র দুটি সিরিয়াল করে আর দুটোই বাম্পার হিট। নিম ফুলের মধু ধারাবাহিকে পর্ণা চরিত্রে দর্শকের মনে যে ছাপ তিনি ফেলেছেন তা আজীবন থাকবে।
তবে শোনা যাচ্ছে আবার ছোটপর্দায় ফিরতে চলেছেন পল্লবী। নতুন সিরিয়ালে কামব্যাক করতে চলেছেন। শোনা যাচ্ছে নতুন ধারাবাহিকে পল্লবীর বিপরীতে দেখা যেতে পারে প্রতীক সেনকে। যদিও নায়কের চরিত্রে নাম এখনো চূড়ান্ত নয়।