‘দ্য বেঙ্গল ফাইলস’ মুক্তি পেতে আর মাত্র হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন বাকি। ছবির রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ইতিমধ্যে বিতর্ক সৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি বিতর্ক সৃষ্টি হয়েছে শাশ্বত চট্টোপাধ্যায়ে অবস্থাব বিয়ে।
এক সাক্ষাৎকারে শাশ্বত জানান, তিনি নাকি পুরো চিত্রনাট্য সম্পর্কে অবগত ছিলেন না। এমনকি ছবির নাম পরিবর্তনের মতো কয়েকটি গুরুত্বপুর্ণ বিষয়ও তার কাছে জানা ছিল না।
শাশ্বত চট্টোপাধ্যায়ে এই মন্তব্য সামনে আসায় এবার মুখ খুললেন ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রীর স্ত্রী তথা অভিনেত্রী পল্লবী যোশী।
এক সাক্ষাৎকারে পল্লবী যোশী জানায়, “শাশ্বত আসলে সত্যি কথা বলছেন না। বরং তিনি রাজনৈতিক চাপের মুখে পড়ে ছবির থেকে দূরত্ব বজায় রাখছেন।” তার মতে শাশ্বত চট্টোপাধ্যায় মিথ্যেবাদী। তিনি আরও বলেন, “অভিনেতা ছবির চিত্রনাট্য সম্পর্কে যথেষ্ট অবগত ছিলেন। এমনকি শুটিং চলাকালীন পরিচালককে প্রশংসা করতে দেখা গিয়েছিল তাঁকে।”
তার মতে, শাশ্বতের এই দ্বিধাগ্রস্ত অবস্থান কেবল ছবির প্রতি অন্যায্য নয়, বরং তাঁর নিজের কেরিয়ার আর ভাবমূর্তিও প্রশ্নের মুখে ফেলে দিচ্ছে। পল্লবী বলেন, ‘একটু পুরুষত্বের প্রমাণ দিন, আর ছবিটা নিয়ে কুকথা বলা বন্ধ করুন।’
সুত্রঃ https://tollygossip . com/entertainment-news/bangla-serial/pallavi-joshi-lashes-out-at-saswata-chatterjee-over-the-bengal-files-controversy-56022