‘কে আপন কে পর’-এর ৪ বছর পর ফের একফ্রেমে জবা-পরম ওরফে পল্লবী-বিশ্বজিৎ

পল্লবী-বিশ্বজিৎ

স্টার জলসার একটি আইকনিক ধারাবাহিক হল ‘কে আপন কে পর’। ২০১৬ সালে পর্দায় ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল এই মেগা। এই ধারাবাহিকের হাত ধরেই পর্দায় জনপ্রিয়তা অর্জন করে জবা আর পরমের জুটি।

ধারাবাহিকে জবা চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী পল্লবী শর্মা এবং পরম চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা বিশ্বজিৎ ঘোষ। টানা ৩ বছর টিভির পর্দায় সাফল্য পেয়েছে এই ধারাবাহিক।

এই মুহূর্তে জি-বাংলা ‘মালাবদল’ ধারাবাহিকে অভিনয় করছেন অভিনেতা বিশ্বজিৎ ঘোষ এবং নিম ফুলের মধু ধারাবাহিকে অভিনয় করছেন অভিনেত্রী পল্লবী শর্মা। বর্তমানে পল্লবী শর্মা’র সাথে রুবেলের জুটি চর্চা হলেও পল্লবী আর বিশ্বজিৎ এর জুটির আলাদা স্থান রয়েছে দর্শকের কাছে।

পল্লবী-বিশ্বজিৎ

বহুদিন পর পর ফের আবার একসঙ্গে দেখতে পাওয়া গেল জবা আর পরমকে থুড়ি পল্লবী আর বিশ্বজিৎকে। সম্প্রতি অভিনেত্রী পায়েল দেবের বিয়েতে এক হয়েছিল ‘কে আপন কে পর’ ধারাবাহিকের টিম। সেখানেই দেখা হয় পল্লবী আর বিশ্বজিৎ। একসাথে ক্যামেরা বন্দী হতেও দেখা যায় তাদের।