‘নিম ফুলের মধু’ শেষ হতেই আবার একসাথে শাশুড়ি-বৌমা ওরফে পল্লবী-অরিজিতা

পল্লবী-অরিজিতা

শেষ হয়ে গেছে ‘নিম ফুলের মধু’ ধারাবাহিক। যদিও ৯ ই মার্চ পর্যন্ত টিভির পর্দায় চলবে এই মেগা। শুটিং শেষ তাই এখন হাতে প্রচুর সময়। তাই আবার ডে আউট গেলেন নিম ফুলের মধু’র মহিলা সদস্যরা।

নিম ফুলের মধু’র পর ফের আবার একসাথে দেখা পাওয়া গেল পর্ণা আর কৃষ্ণার। ওয়েস্টার্ন লুকে পর্দার শাশুড়ি-বৌমাকে দেখে চক্ষু চড়কগাছ নেটিজেনদের।

প্রসঙ্গত, টানা দুবছর একসাথে কাজ করার পর স্বাভাবিক ভাবেই একটি প্রোজেক্ট শেষ হওয়ার পর মন খারাপ হয়ে যায় কলাকুশলীদের। তাই শুটিং ফ্লোরে মজা-আড্ডার রেশটা রয়েই যায়। তাই হয়তো নিম ফুলের মহিলা টিমের সাথে আউটিং বেরিয়ে গেছেন পর্ণা ওরফে পল্লবী।