জি-বাংলার চর্চিত ধারাবাহিক হল ‘কার কাছে কই মনের কথা’। ধারাবাহিকের মুখ্য চরিত্রে রয়েছেন অভিনেত্রী মানালি দে এবং অভিনেতা দ্রোণ মুখোপাধ্যায়। দ্রোণ চরিত্রটি পজেটিভ দেখানোর পর থেকে আবার জমে উঠেছে এই ধারাবাহিক।
বর্তমানে ধারাবাহিকের গল্পে দেখানো হচ্ছে পরাগ স্মৃতি হারিয়ে যাওয়ার মিথ্যে নাটক করছে যা শিমুলের অজানা। পরিবারের ক্ষতি করছে কে সেটা জানার জন্যই পরাগের এই প্ল্যান। এদিকে শিমুলকে খুন করার চেষ্টা করে পলাশ আর প্রতীক্ষা। আর সেটা জেনে যায় পরাগ। পুলিশ সেজে শিমুলকে বাঁচায় তাদের হাত থেকে।
মাঝরাতে পরাগদের বাড়িতে পুলিশ এসে পলাশকে জেরা করতে থাকে। তবে পলাশের কোনও উত্তরে খুশি হয় না পুলিশ। পুলিশ চলে গেলে শিমুল আকার ইঙ্গিতে বুঝিয়ে দেয় সেদিন রাতে সেখানে দুজন ছিল একটা মেয়ে এবং একটা ছেলে। শিমুলের কথায় ভয় পেয়ে যায় প্রতীক্ষা আর পলাশ। তার স্পষ্ট করে জানার চেষ্টা করে শিমুল তাদের মুখ দেখছে কিনা কিন্তু তাতেও সফল হয়না।
অন্যদিকে রাতের বেলায় শিমুলকে পরাগ বেফাঁস কথা বলে দেয় এবং শিমুল বুঝতে পারে পরাগের স্মৃতিশক্তি হারায়নি আর সেদিন তাকে পরাগ বাঁচিয়েছিল। এবার দেখা যাক আগামীদিনে প্রমাণ এনে কীভাবে পলাশ এবং প্রতীক্ষাকে গ্রেফতার করায় পরাগ?