অরুনিতার যোগ্য নয় পবনদ্বীপ! সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ বাঙালি দর্শকের

অরুনিতা

১৫ ই আগস্টে গ্র্যান্ড ফাইনাল হয়েছে  ‘ইন্ডিয়ান আইডল ১২’। শেষ হলেও এই রিয়েলিটি শো নিয়ে বিতর্কের ঝড় বইছে সোশ্যাল মিডিয়ায়। ক্ষোভে ফুঁসছে দর্শকের একাংশ। আর বিতর্কের কেন্দ্রবিন্দু শোয়ের দুই প্রতিযোগী অরুনিতা কাঞ্জিলাল এবং পবনদ্বীপ রাজনকে ঘিরে।

‘ইন্ডিয়ান আইডল ১২’ এর বিজয়ী অন্যতম দাবিদার ছিলেন বাংলার ঘরের মেয়ে অরুনিতা কাঞ্জিলাল। যার গানের গলায় মুগ্ধ দর্শক থেকে বলিউডের খ্যাতনামা শিল্পীরা। ১৫ ই আগস্টে গ্র্যান্ড ফাইনাল অরুনিতা নয় বরং বিজয়ী মুকুট উঠেছে  উত্তরাখণ্ডের ছেলে পবনদ্বীপ রাজনের হাতে। তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদে গর্জে উঠেছে দর্শক।

একাধিক বাঙালি দর্শক দৃঢ় ধারণা ছিল এই বছর বনগাঁর মেয়ে অরুনিতাই জিতবে। তবে বিজয়ী ট্রফি পেলেন পবনদ্বীপ। শুধু বাঙালি নয় বাংলার বাইরে দর্শক সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেছে। কারো দাবী বিজয়ী মুকুট হাতে গেলেও তাদের কাছে অরুনিতাই আসল বিজয়ী।

অনেকে আবার মন্তব্য করেছে, গ্র্যান্ড ফাইনালে ইচ্ছে করে ভুল সিধান্ত নেওয়া হয়েছে। অরুনিতার যোগ্যই নয় পবনদ্বীপ। আবার অনেকের দাবী মেয়ে বলেই হয়তো বিজয়ী হতে পারলেন না বঙ্গ তনয়া অরুণিতা।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here