কলকাতা হাওড়া ব্রিজ সেজে উঠবে এবার সিডনির অপেরার আদলে। সন্ধ্যা নামলেই শুরু হবে লাইট অ্যান্ড সাউন্ড শো। ‘অদৃশ্য স্ক্রিনে’ ফুটে উঠবে প্রাচীন কলকাতার ইতিহাস!
শোনা যাচ্ছে, এই প্রকল্পের জন্য ইতিমধ্যেই সংস্কৃতি মন্ত্রকের কাছে প্রস্তাব জমা পড়েছে। কলকাতা বন্দর কর্তৃপক্ষের প্রস্তাব অনুমোদন করেছে কেন্দ্রীয় তথ্য ও সংস্কৃতি মন্ত্রক। খরচ হবে ৩৫ কোটি টাকা।
২০২০ সালে শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরের ১৫০ বছর পূর্তি উপলক্ষে হাওড়া সেতুতে নতুন আলোকসজ্জা করা হয়েছিল। জানা যাচ্ছে, হাওড়া ব্রিজে যে আলো জ্বলছে নতুন প্রযুক্তিতে সেই আলো আরও উন্নত হবে। থাকবে অদৃশ্য স্ক্রিন। যা দিনের বেলায় খালি চোখে দেখা যাবে না। খুব শীঘ্রই এই প্রকল্পের কাজ শুরু হবে।
সুত্রঃ bengali . news18 . com