“আমাদের এই ছবিটার মতো ঝাপসা…”, বরের সঙ্গে দূরত্ব, স্বামী সাত্যকি কে নিয়ে বললেন লগ্নজিতা

লগ্নজিতা চক্রবর্তী

গায়িকা হিসাবে খ্যাতি পেলেও নিজের ব্যক্তিগত জীবনকে খুব একটা প্রকাশ্যে আনতে চান না গায়িকা লগ্নজিতা চক্রবর্তী। তবে মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়া পোস্ট দিয়ে চর্চায় উঠে আসেন লগ্নজিতা। তবে তার স্বামী থাকেন লাইমলাইট থেকে একেবারেই দূরে।

২০১৬’র ২১ জানুয়ারি দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন লগ্নজিতা। দেখতে দেখতে তাদের বিয়ের বয়স ১০ বছর। বিয়ের আগেও ৮ বছরের সম্পর্ক ছিল তাদের। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং পড়ার সময় সাত্যকি সাহার প্রেমে পড়েছিলেন লগ্নজিতা। ১০ বছরের বৈবাহিক সম্পর্কে স্বামীর সঙ্গে আলাদাই থেকেছেন লগ্নজিতা।

সম্প্রতি নিউ ইয়ার উপলক্ষে বরের সঙ্গে ছবি শেয়ার করলেন লগ্নজিতা। যদিও তা বিয়ের আগের। বছর দশেক আগেকার এক ছবি শেয়ার করে লগ্নজিতা লিখলেন, “২০১০-এ তোলা আমাদের এই ছবিটার মতো ঝাপসা নয়, আপনাদের ২০২৬ হোক ঝকঝকে এবং পরিষ্কার। নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা।”

পেশাগত কারণে লং ডিসটেন্সেই রয়েছেন লগ্নজিতা আর সাত্যকি। সাত্য়কি কর্মসূত্রে এখন তামিলনাড়ুতে থাকেন। সেখানে এক মাল্টিন্যাশনাল কোম্পানিতে তিনি কর্মরত। আর কাজের সূত্রে কলকাতাতেই থাকতে হয় লগ্নজিতাকে বেশিরভাগ সময়।

লগ্নজিতা চক্রবর্তী

Previous article200+ শব্দ দিয়ে বাক্য রচনা । সহজ বাক্য গঠন । Make Sentence
Sudeshna Jana
হাই, আমি সুদেষ্ণা জানা। আমার প্যাশন লেখালেখি করা। আমি একজন লেখিকা। মানুষকে এন্টারটেইনমেন্ট করতে পছন্দ করি। তাই বিনোদন সংক্রান্ত বিষয় লেখালেখি করতে বেশি পছন্দ। দর্শকদের এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য বিশ্বের সমস্ত ধরণের বিনোদন নিউজ তাদের কাছে এগিয়ে দেওয়াই আমার কাজ। বিভিন্ন ধরণের বিনোদন পেতে আমাদের এই পেজে অনুসরণ করুন।