ফের ভারতের নাম রোশন করল এক ভারতীয় বংশোদ্ভূত কন্যা। বিশ্বের সবচেয়ে মেধাবী ছাত্রীর তালিকায় নাম উঠে এলো এই বালিকার। এই ছোট মেয়েটির জন্য আজ গর্বিত গোটা ভারতবাসী।
মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূত প্রেশা চক্রবর্তী ‘বিশ্বের উজ্জ্বলতম’ ছাত্রীর শিরোপা পেয়েছে। জন্স হপকিন্স সেন্টার ফর ট্যালেন্টেড ইয়ুথ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল মোট ৯০টি দেশের ১৬ হাজার পড়ুয়া। তার মধ্যেই শিরোপা জিতে নিল ছোট ৯ বছরের প্রেশা।
এই পড়ুয়া ক্যালিফোর্নিয়ার ওয়ার্ম স্প্রিং এলিমেন্টারি স্কুলের ছাত্রী। প্রতিযোগিতায় ফল প্রকাশ পেলে দেখা যায় বিশ্বের উজ্জ্বলতম ছাত্রীর তালিকায় গ্রেড-৩ পেয়েছে প্রেশা। জানলে অবাক হবে, এই প্রতিযোগিতা এতটাই কঠিন যে প্রতি বছর ৩০ শতাংশেরও কম ছাত্রছাত্রী উত্তীর্ণ হতে পারে। সেখানে প্রেশার এই সাফল্য ভারতীয়দের কাছে গর্বের।
সূত্রঃ tv9bangla . com