মাত্র ৩ ফুট উচ্চতা, শরীর জুড়ে প্রতিবন্ধকতা – কঠিন প্রতিকূলতাকে হারিয়েই NET পরীক্ষায় ৯৯.৩১ শতাংশ নম্বর পেলেন নদিয়ার বছর পঁচিশের পিয়াসা মহলদার।
জন্ম থেকেই নানা প্রতিবন্ধকতার শিকার পিয়াসা। তিন ফুট উচ্চতার জন্য নিজে থেকে চলাচল করতে পারেন না। এমনকি ভালো করে বসতেও পারে না সে। শুয়ে একদিকে পাশ ফিরে অনেক কষ্ট করে ছোট্ট দুটো হাত দিয়ে কোনও মতে পেন ধরে লেখাপড়া করত। কারণ হাত থাকলেও হাত দিয়ে তেমন কিছু বহন করতে পারে না পিয়াসা।
এভাবেই পরিশ্রম করে পড়াশুনো করে আজ নতুন ইতিহাস গড়ল সে। প্রথমে শান্তিপুরের একটি কে.জি স্কুলে ভর্তি হয় পিয়াসা। সেখানে দেড় বছর মতো পড়াশুনো করে আমড়াতলা গার্লস প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হন। সেখানে চতুর্থ শ্রেণি পর্যন্ত পড়েন। শান্তিপুরের রাধারানী নারীশিক্ষা মন্দিরে ক্লাস ফাইভ থেকে উচ্চমাধ্যমিক পড়াশুনো করেন। এরপর শান্তিপুর কলেজ থেকে স্নাতক। কৃষ্ণনগর গভর্মেন্ট কলেজ থেকে বাংলায় এমএ। এবার প্রথম নেট পরীক্ষায় বসে ৯৯.৩১ শতাংশ নম্বর নিয়ে পাশ করেন।
পিয়াসা জানান, যেহেতু সে কোনও কাজ করতে পারেন না, তার সমস্ত কাজকর্ম করে দিতেন তারা বাবা-মা। আজ তারা গর্বিত পিয়াসার জন্য।