ওয়ানপ্লাস ৮ এবং ওয়ানপ্লাস ৮ প্রো মোবাইল লঞ্চ হতে পারে। উচ্চ-প্রান্তের ভেরিয়েন্টগুলি আগামী মাসে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। আগামী মাসের মধ্যেই এই ফোনগুলি লঞ্চ হবে। করোনাভাইরাসের জন্য এটি লঞ্চের তারিখ দেরি করে হচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে যে করোন ভাইরাস মহামারীর কারণে ওয়ানপ্লাস উৎপাদন সংক্রান্ত সমস্যার জন্য মার্চে এর মধ্যে লঞ্চ করা সম্ভব হচ্ছে না।
আরও পড়ুন>> ইয়েস ব্যাংক নিষেধাজ্ঞা তোলা হবে ১৮ ই মার্চ
ওয়ানপ্লাস কেবল চিনে শুধুমাত্র উৎপাদন হয় না বরং অঞ্চলটি থেকে বেশিরভাগ পণ্য বিকাশ পরিচালনা করে। লঞ্চের সময়সীমা এপ্রিল মাঝের মাঝামাঝি সময় থেকে করা হলেও ফোনগুলি মার্কেটে বিক্রির নির্দিষ্ট সময় জানানো হয় নি। জানা গেছে যে প্রকৃত বিক্রয় দেরি হতে পারে।
পূর্ববর্তী প্রতিবেদন অনুসারে, ওয়ান প্লাস ৮ লাইট লঞ্চ করা হবে তবে তা জুলাই অবধি দেরি হতে পারে। ফোনটির ট্রিপল ক্যামেরা সেটআপটি রয়েছে এবং ওয়ান প্লাস ৮ এবং ওয়ান প্লাস ৮ প্রো ৫ জিবি সাপোর্ট করবে এবং ৮৬৫ এসওসিতে চালিত হবে।
ওয়ানপ্লাস ৮ ফিচারসঃ
- ডিসপ্লেঃ- ৬.৫০ ইঞ্ছ
- প্রসেসরঃ- ৮৬৫ স্ন্যাপড্রাগন
- ক্যামেরাঃ- ৪৮ মেগাপিক্সেল + ১৬ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল
- র্যামঃ- ৬ জিবি
- স্টোরেজঃ- ১২৮ জিবি
ওয়ানপ্লাস ৮ প্রো ফিচারসঃ
- ডিসপ্লেঃ- ৬.৫০ ইঞ্ছ
- প্রসেসরঃ- ৮৬৫ স্ন্যাপড্রাগন
- ক্যামেরাঃ- ৪৮ মেগাপিক্সেল + ১৬ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল
- র্যামঃ- ৮ জিবি
- স্টোরেজঃ- ১২৮ জিবি
আরও পড়ুন>> দিল্লিতে ৬৮ বছরের মহিলার প্রাণ কাড়ল করোনাভাইরাস
( “সূত্রঃ- gadgets.ndtv.com“)