বিয়ের এক বছর পার, প্রথম বিবাহ বার্ষিকীতে একে অপরকে মিষ্টি শুভেচ্ছা বার্তা জানালেন আদৃত-কৌশাম্বী

আদৃত-কৌশাম্বী

দেখতে দেখতে বিয়ের এক পার হল অভিনেতা আদৃত রায় এবং অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তীর। একজন ‘মিত্তির বাড়ি’ ধারাবাহিকে তো আরেকজনকে দেখা যাচ্ছে ফুলকি ধারাবাহিকে। মিঠাই ধারাবাহিকের শুটিং সেট থেকে তাদের সম্পর্ক শুরু হয়েছিল।

তাদের প্রেমকাহিনী আজ সকলের জানা। যদিও মিঠাই চলাকালীন তারা নিজেদের সম্পর্কের কথা গোপন রেখেছিলেন। ২০২৪ সালে ৯ ই মে সাত পাঁকে বাঁধা পরেছিলেন আদৃত-কৌশাম্বী।

আজ তাদের প্রথম বিবাহ বার্ষিকী। প্রথম বিবাহবার্ষিকী সকলের কাছেই স্পেশাল হয়। ব্যতিক্রম নয় তারকা দম্পতি। সোশ্যাল মিডিয়ায় একে অপরকে শুভেচ্ছা জানাতে ভুললেন না তারা।


কৌশাম্বী সঙ্গে ছবি শেয়ার করে আদৃত লেখেন, ‘বিয়ের ১ বছরের শুভেচ্ছা’। অন্যদিকে কৌশাম্বী নিজের বিয়ের ছবি শেয়ার করে লেখেন, ‘এইভাবে চলতে থাকুক, হাসি, ঝগড়া, খুনসুটিতে ভরা আমাদের ভালোবাসার গল্পটা। পাশে আসি, পাশে থাকব সবসময়।’