প্রকাশ পেল বাংলা ধারাবাহিকের টিআরপি লিস্ট। আর টিআরপি লিস্টে দেখে অবাক নেটিজেন। এক লাফে নম্বর কমে গেল জি-বাংলার নিম ফুলের মধু’র। টিআরপির তৃতীয় স্থানে নেমে গেল এই মেগা। পর্ণা-কে হারিয়ে জিতে গেল কথা আর ফুলকি।
চলতি সপ্তাহে বাংলার টপার স্থান ছিনিয়ে নিল ফুলকি এবং দ্বিতীয় স্থানে উঠে এলো ‘কথা’ ধারাবাহিক। চলতি সপ্তাহেই বাজিমাত করল জগদ্ধাত্রী ধারাবাহিক। এই সপ্তাহে চতুর্থ স্থানে উঠে এলো এই ধারাবাহিক। অন্যদিকে ভালো ফল করেছে ‘উড়ান’, ‘শুভ বিবাহ’।
৭.৫ রেটিং নিয়ে প্রথম স্থানে রয়েছে ফুলকি ধারাবাহিক। ৬.৯ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে কথা এবং ৬.৮ নম্বর নিয়ে তৃতীয় স্থানে নিম ফুলের মধু। চতুর্থ স্থানে রয়েছে তিনটি ধারাবাহিক, গীতা এলএলবি, কোন গোপনে মন ভেসেছে এবং জগদ্ধাত্রী, তাদের প্রাপ্ত নম্বর ৬.৪। পঞ্চম স্থানে রয়েছে ‘উড়ান’ ধারাবাহিক, প্রাপ্ত নম্বর ৬.২।
প্রথম – ফুলকি (৭.৫)
দ্বিতীয় – কথা (৬.৯)
তৃতীয় – নিম ফুলের মধু (৬.৮)
চতুর্থ – গীতা । কোন গোপনে মন ভেসেছে। জগদ্ধাত্রী (৬.৪)
পঞ্চম – উড়ান (৬.২)
ষষ্ঠ – শুভ বিবাহ (৬.০)
সপ্তম – রোশনাই (৫.৮)
অষ্টম – বধূয়া (৫.২)
নবম – ডায়মন্ড দিদি জিন্দাবাদ (৫.১)
দশম – কে প্রথম কাছে এসেছি । অনুরাগের ছোঁয়া + হরগৌরী পাইস হোটেল (৪.৭)