টিআরপি দৌড়ে এক থেকে দশের মধ্যে থাকতে প্রতিটি সিরিয়ালে আনা হচ্ছে নিত্যনতুন চমক। সেই দৌড়ে পিছিয়ে নেই জি-বাংলার ‘এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিকটি। এই ধারাবাহিকে আসছে নতুন চমক। ইতিমধ্যে প্রোমো দেখে কিছুটা আন্দাজ করতে পেরেছেন অনুরাগীরা।
যারা নিয়মিত এই ধারাবাহিকটি দেখেন, তারা জানেন সাত্যকির শারীরিক অসুস্থতার কারণে গাড়ি চালাতে পারবে না। অন্যদিকে পরিবারে আর্থিক সংকট। অনেক কষ্টে হাসপাতালের বিল মেটায় ঊর্মি। পারিবারিক পরিস্থিতি স্বাভাবিক করতে এবং সাত্যকি-কে সুস্থ করে তুলতে ঊর্মি সিদ্ধান্ত নেয়, এবার থেকে সে ট্যাক্সি চালাবে। কারণ এই একটাই কাজ তাঁর জানা।
সংসারের হাল ফেরাতেই এগিয়ে আসবে ঊর্মি। পারবে কি সে সব বিপদের মোকাবিলা করতে। এটা দেখার জন্যই দেখতে হবে আজকের এক ঘণ্টার বিশেষ পর্বে। ঊর্মির জীবন বদলে কোনদিকে মোড় নেবে? সেটাই দেখার।