‘একসময় বাবার চাকরি চলে যায়, টাকা না থাকায় শিয়ালদা স্টেশনটাই ছিল রাজপ্রাসাদ’, মুখ খুললেন অভিনেত্রী সৌমি ঘোষ

অভিনেত্রী সৌমি ঘোষ

টেলি পাড়ায় অতি পরিচিত মুখ অভিনেত্রী সৌমি ঘোষ। দর্শক তাঁকে ‘ওগো নিরুপমা’র উর্মি হিসাবেই বেশি চেনেন। ‘করুণাময়ী রানি রাসমণি’, ‘ইরাবতী চুপকথা’, সীমারেখার মতো একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। এই মুহূর্তে ‘আকাশ আট’ চ্যানেলে ‘শ্রেয়সী’ ধারাবাহিকে অভিনয় করছেন। বেশিরভাগ ধারাবাহিকে খলচরিত্রে অভিনয় করে থাকেন সৌমি।

তবে সম্প্রতি এই অভিনেত্রী সিদ্ধান্ত নিয়েছেন তিনি আর নেতিবাচক চরিত্রে কাজ করবেন না। কারণ পর্দায় নেগেটিভ চরিত্র করতে গিয়ে বাস্তবে নেগেটিভিটি চলে আসে। ‘Tollywood Focus Kolkata’ নামক এক ইউটিউব চ্যানেলে অভিনেত্রীর নিজের কিছু অভিজ্ঞতার কথা শেয়ার করেন।

সৌমি জানান, অভিনয় জগতে আসার পিছনে তার বাবার বিরাট বড় ভূমিকা রয়েছে। প্রথমদিকে তার মায়ের সাপোর্ট পাননি তবে তার বাবা বটগাছের মতো তাকে আগলে ছিল। এমনকি তাকে শুটিং নিয়ে আসার জন্য তার বাবার চাকরিও চলে যায়। সেই সময় সংসার একমাত্র রোজগেরে মানুষ ছিল সৌমি।

সেইসময় আত-দশ হাজার টাকা যা পেতেন সেই দিয়ে অনেক কষ্টে সংসার চালাতেন অভিনেত্রী। এমনকি অনেক কষ্ট করেই বারাসাত থেকে যাতায়াত করতেন। এমন অনেক দিন গেছে ট্যাক্সি ভাড়ার জন্য টাকা না থাকায় শিয়ালদা স্টেশনে রাত কাটাতে হয়। সেই দিনগুলি অভিনেত্রী ও তার বাবার জন্য  শিয়ালদা স্টেশনটাই ছিল রাজপ্রাসাদ। যদিও এখন সেই পরিস্থিতি অনেকটাই বদলেছে।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here