বিয়ের প্রথম রাতেই সৌরভ ডোনাকে দিয়েছিলেন বিশেষ উপহার! জানেন কি সেই সারপ্রাইজ গিফট?

সৌরভ-ডোনা

দেখতে দেখতে একসঙ্গে পথচলার আড়াই দশক পার করে ফেলেছেন সৌরভ-ডোনা। পরস্পরের প্রতিবেশী হলেও বেহালার গাঙ্গুলি আর রায় পরিবারের মধ্যেকার সম্পর্ক একেবারেই মধুর ছিল না।১৯৯৬ সালে পরিবারের থেকে লুকিয়ে বিয়ে থেকে শুরু করে এত বছরের দাম্পত্য জীবন, তাদের প্রেম কাহিনি হার মানাবে সিনেমার গল্পকেও।

মাঠের লড়াকু এই ক্রিকেটার বাস্তব জীবনে আদ্যোপান্ত প্রেমিক মানুষ ছিলেন তা বেশ স্পষ্ট। কিন্তু জানেন কি বিয়ের প্রথম রাতে ডোনাকে এমন এক বিশেষ উপহার দিয়েছিলেন মহারাজ? যা আজও ডোনার মনের খুব কাছের।

ক্রিকেটের বাইশের গজের বাইরেও সৌরভের ক্রেজ অন্তহীন তা দাদাগিরির মঞ্চে প্রমান করেছেন মহারাজ। দাদাগিরির মঞ্চে এর আগে বহুবার সৌরভের ব্যক্তিগত জীবনের নানান অধ্যায় উঠে এসেছে। ডোনার সঙ্গে তাঁর প্রেম, বিয়ে নিয়েও নানান অজানা কথা ফাঁস করেছেন অভিনেতা। এবার ফাঁস করলেন বিয়ের পর ডোনাকে দেওয়া প্রথম উপহার কি ছিল?

সেখান থেকেই উঠে এলো ডোনার পুরোনো সাক্ষাৎকার। ডোনা জানিয়েছেন, ‘বিয়ের দিন রাতে সৌরভ আমার জন্য এক সারপ্রাইজ রেখেছিল। লর্ডসে খেলতে গিয়ে ‘ম্যান অফ দ্য ম্যাচ’ হয়ে সে যে সোনার ব্রিটিশ মুদ্রাটি পায় তাকে লকটে করে একটা মোটা সোনার চেন দিয়ে সুন্দর ডিজাইন করে রাতে সেটি আমার গলায় পরিয়ে দিয়েছিল’।

সৌরভের সঙ্গে ডোনার রসায়ন হামেশাই নজর কাড়ে দর্শকদের। সৌরভ ও ডোনা গঙ্গোপাধ্যায়ের দাম্পত্য জীবনের প্রায় ২৯ বছর। তাদের একসঙ্গে দেখতে ভীষণ পছন্দ করেন মানুষ।