ফের বদল হতে চলেছে স্টার জলসার টাইম স্লট। নতুন ধারাবাহিক ‘গাঁটছড়া’-র জন্যই এই সিধান্ত নেওয়া হতে পারে। প্রতিবারের মতন নতুন এলে, পুরনোকে সরে যেতেই হয়। নতুন ধারাবাহিক আগমনে TRP-র তালিকায় পিছিয়ে পরা ধারাবাহিকগুলির টাইম স্লট পরিবর্তন করে দেওয়া হয়। কয়েক মাস আগে জনপ্রিয় ধারাবাহিক ‘মোহর’এর সঙ্গে এমনটাই হয়েছিল। তাহলে এবার কি শ্রীময়ী?
এক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, সম্ভবত শ্রীময়ীর সম্প্রচারের সময়ের পরিবর্তন হতে চলেছে এবং ‘শ্রীময়ী’র জায়গায় নেবে নতুন ধারাবাহিক ‘গাঁটছড়া’। অন্যদিকে মাত্র ৫ মাসের মধ্যেই বন্ধ করা হচ্ছে আরেক ধারাবাহিক ‘শ্রীকৃষ্ণ ভক্ত মীরা’।
‘শ্রীকৃষ্ণ ভক্ত মীরা’ ধারাবাহিক প্রথম থেকেই দর্শকের মনে সাড়া জাগাতে পারেনি। টিআরপি তালিকায় সেরা দশের মধ্যে তো নেই বরং কখনো ১-২ এর বেশি নম্বরও পায়নি। এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ সিধান্ত নিয়েছেন ধারাবাহিক মাঝপথে বন্ধ করে দেওয়ার।
অন্যদিকে একসময়ের জনপ্রিয় ধারাবাহিক ‘শ্রীময়ী’ ‘গাঁজাখুরি গল্প’ পরিবেশন করার দরুণ ধারাবাহিকের TRP নষ্ট হয়েছে। তাই ‘শ্রীকৃষ্ণ ভক্তের মীরা’ বন্ধ করে সেই জায়গায় আনা হবে ‘শ্রীময়ী’কে অর্থাৎ এবার থেকে দর্শক প্রতিদিন সন্ধ্যে ৭ টার বদলে রাত ১১ টার সময় ‘শ্রীময়ী’ দেখতে পাবেন। যদিও চ্যানেল কিংবা প্রযোজনা সংস্থার তরফ থেকে এখনও এই বিষয়ে কোনও ঘোষণা করা হয়নি।
সূত্রঃ ichorepaka.in/shreekrishnabhakto-meera-will-go-off-air-soon-sreemoyee-time-table-may-change/