ছোটো পর্দা হোক কিংবা বড় পর্দা শিশুশিল্পী হিসেবে পর্দায় আগমন ঘটলেও ধীরে ধীরে খ্যাতির শীর্ষে পৌঁছেছেন এমন অভিনেতা অভিনেত্রীর সংখ্যা বাংলা বিনোদন জগতে কম নেই। তেমনই একজন হলেন জি-বাংলা ‘কড়ি খেলা’ সিরিয়ালের সৃজা ওরফে বিয়াস ধর।
বর্তমানে সে অনেকটাই বড়। সদ্যই ১৮ পেরিয়ে স্কুল ফাইনাল পাশ করে বিনোদন জগতে নিজের ভীত শক্ত করতে বেশ উদ্যোগী হয়েছে বিয়াস । জনপ্রিয়তার তালিকায় নিজের নাম তুলতে গুটি গুটি পায়ে এগিয়ে চলেছে সে।
দিনকয়েক আগেই জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম হইচই -এ নতুন ওয়েব সিরিজ ‘কলঙ্ক’ -তে একটি মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিল বিয়াসকে। সম্প্রতি দিদি নম্বর ওয়ানের মঞ্চেও তার উপস্থিতি লক্ষ্য করা যায়।
আর সেখানেই সঞ্চালিকা রচনা ব্যানার্জি বীয়াসকে প্রশ্ন করেন কাজের পাশাপাশি পড়াশোনা কীভাবে সামাল দিচ্ছে বিয়াস? উত্তরে বিয়াস জানায়, এই মুহূর্তে সে সায়েন্স নিয়েই পড়াশুনা করছে। তবে ছোট থেকেই কোন টিচারের কাছে পড়তে হয়নি তাকে। তার বাবাই তাকে সমস্ত সাবজেক্ট পড়াতেন। এমনকি পরীক্ষার আগের দশদিনে সে ইন্টিগ্রেশন শিখেছে।
তার এই কথাতেই হাসির রোল উঠেছে গোটা নেট দুনিয়ায়। বীয়াসের এই কথা জোরকদমে ভাইরাল হওয়ায় নেটিজেনদের কটাক্ষের মুখেও পড়তে হয়েছে তাকে। কেউ কেউ তো কটাক্ষ করে লিখেছেন, ‘দশ দিনে ইন্টিগ্রেশন? আমরা দুই বছরে শিখতে পারলামনা। এরা দশ দিনে শিখে ফেলেছে। মিথ্যে বলার আগে একটু ভেবে চিন্তে বলতে হয়।’ অনেকে আবার লিখেছেন, ‘পাবলিকলি ঢপ মারলে একটু বিশ্বাসযোগ্য ঢপ মারতে হয় দিদি’।
View this post on Instagram