৫৬ বার বাংলার টপার হয়ে ধুলোকণা’র কাছে স্লট হারা মিঠাই। নতুন ধারাবাহিক ‘নিম ফুলের মধু’ আগমনে ‘মিঠাই’-কে তার জায়গা ছেড়ে দিতে হচ্ছে। ১৪ নভেম্বর থেকে রাত ৮ টার পরিবর্তে মিঠাই দেখানো হবে সন্ধে ৬ টায়। এই নিয়ে রীতিমতো ক্ষোভপ্রকাশ মিঠাই ভক্তদের।
একদিকে বেশ কিছু সপ্তাহ ধরে মিঠাই নতুন প্রোমো আনছে না জি-বাংলা। অন্যদিকে সময় পরিবর্তন, সবমিলিয়ে জি বয়কটের ডাক দিয়েছেন মিঠাই ফ্যানেরা। সোশ্যাল মিডিয়ায় জি-বয়কটের ফ্যান পেজেও চালু হয়ে গিয়েছে। এসবের মাঝেই সামনে এল আরও এক খারাপ খবর।
‘মিঠাই’ ধারাবাহিক থেকে বিদায় নিচ্ছে দুই প্রধান চরিত্র দাদাই-ঠাম্মি। যারা কিনা মনোহরার প্রাণ। ধারাবাহিকে দাদাইয়ের চরিত্রে রয়েছেন বর্ষীয়ান অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী এবং ঠাম্মির চরিত্রে অভিনেত্রী স্বাগতা বসু। কিন্তু আচমকাই তাদের সরিয়ে দেওয়া হচ্ছে কেন?
আসলে ‘মিঠাই’ ধারাবাহিকের নাকি একটা বড়সড় লিপ নিতে চলেছে নির্মাতারা। এমনি খবর শোনা যাচ্ছে। স্বাভাবিকভাবেই গল্প ৫-১০ বছরের লিপ নিয়ে এগিয়ে গেলে সেখানে দাদাই ঠাম্মিকে না দেখানোই স্বাভাবিক। লিপের জন্যই আর দেখা যাবে না সকলের প্রিয় দাদাই-ঠাম্মি-কে। অফিশিয়ালি ঘোষণা না করলেও শোনা যাচ্ছে এক মাসের মধ্যেই ধারাবাহিকে গল্প লিপ নেবে। এই খবর শোনা মাত্র বেজায় চটেছেন ভক্তরা।