‘রাঙামতি তিরন্দাজ’ ধারাবাহিকের পর ফের আরেক ধারাবাহিকের মুখ বদল। স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘তেতুঁলপাতা’। এই ধারাবাহিকে সানি চরিত্রে অভিনয় করছিলেন অভিনেতা রৌনক দে। তবে আচমকাই ধারাবাহিক থেকে সরে দাঁড়ালেন রৌনক।
রৌনকের পরিবর্তে এবার ‘তেঁতুলপাতা’ ধারাবাহিকে এন্ট্রি নিতে চলেছেন অভিনেতা ওমকার ভট্টাচার্য। যিনি একসময় ‘রানী রাসমণি’, ‘মিঠাই’ এর মতো একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন।
আজ থেকে ওমকারকে দেখা যাবে তেঁতুলপাতা ধারাবাহিকে। প্রসঙ্গত মিঠাই ধারাবাহিকে স্যান্ডি চরিত্রে ভালো জনপ্রিয়তা পেয়েছেন তিনি।