মাত্র ৪ বছর বয়সে গোল রুটি বানিয়েছে নুসরতের ছেলে ইশান, গর্বিত মাম্মা নুসরত

নুসরতের ছেলে ইশান

স্টার কিডদের সন্তানরা বরাবরই সোশ্যাল মিডিয়ার চর্চায় থাকে। যেমন শুভশ্রী গাঙ্গুলির ছেলে আর মেয়ে। তবে আজকে যার কথা বলব তিনি হলেন অভিনেত্রী নুসরত জাহান। ২০২১ সালে পুত্র সন্তানের জন্ম দেন নুসরাত। অভিনেত্রী মা হওয়া নিয়ে প্রথম থেকে চর্চা ছিল।

তাই ছেলে ইশানকে সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখেন তিনি। দেখতে দেখতে চার বছর হল ইশানের। এবার মা নুসরত গর্বের সাথে ছোট ছেলের এক কীর্তি তুলে ধরেন।

সম্প্রতি অভিনেত্রী নিজের ইনস্টা স্টোরিতে একটি ছবি শেয়ার করেছেন। ছবিতে দেখা যাচ্ছে দুটি রুটি, যা বানিয়েছে ছোট ইশান। নুসরত লিখেছেন, ‘ সবচেয়ে বড় আশীর্বাদ যখন মায়ের জন্য ছেলে এইভাবে রান্না করে।’

এইটুকু বয়সে এত সুন্দর গোল রুটি বানিয়েছে ইশান যা অনেক সময় বড়দের দ্বারা সম্ভব নয়। ছোট বয়স থেকে যে ছেলেকে রান্নার কাজে পটু করতে চাইছে নুসরত তা দেখেই প্রশংসা জানাচ্ছেন নেটিজেনরা।

নুসরতের ছেলে ইশান