বড় চমক! প্রিয়াঙ্ক শর্মার বিপরীতে জুটি বেঁধে বলিউডে ডেবিউ করলেন নুসরত, প্রকাশ পেল ভিডিও

অভিনেত্রী নুসরত জাহান

বাংলা সিনেমার প্রথম সারির নায়িকা অভিনেত্রী নুসরত জাহান। একসময় চুটিয়ে কাজ করেছেন। বর্তমানে সেভাবে কাজ করতে দেখা যায়না তাকে। সন্তান হওয়ার পর থেকে বাংলা সিনেমায় খুব একটা কাজ করেননি।

নিজের অভিনয় দিয়েই বাংলা ইন্ডাস্ট্রিতে সাফল্য পেয়েছেন নুসরত। তবে তাকে নিয়ে প্রচুর সমালোচনা রয়েছে এই ইন্ডাস্ট্রিতে। যশের সাথে সম্পর্ক থেকে বিয়ে, একসময় খবরের শিরোনামে ছিলেন নুসরত। যদিও সেসব পেরিয়ে এখন তারা হ্যাপি কাপল।

তবে এবার ভক্তদের চমকে দিলেন অভিনেত্রী। টলিউডের গণ্ডি পেরিয়ে বলিউডে পা রাখলেন নুসরত। তার স্বামী যশ আগেই বলিউডে কাজ করেছেন। এবার নুসরতকে বলিউডের নামী সংস্থার মিউজিক ভিডিওতে দেখা গেল। সেই মিউজিক ভিডিও মুক্তি পেয়েছে। তার বিপরীতে দেখা গেল  হিন্দি বিগ বস এবং স্প্লিটসভিলা খ্যাত প্রিয়াঙ্ক শর্মাকে।