প্রকাশ পেল বাংলা ধারাবাহিকের TRP-র তালিকা। জি-বাংলার ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকের টিআরপি দিনের পর দিন বেড়েই চলেছে। চলতি সপ্তাহও নম্বর বাড়িয়ে বাংলার টপার স্থান ছিনিয়ে নিল সৃজন-পর্ণা।
চলতি সপ্তাহে টিআরপির তালিকায় ফের তৃতীয় স্থানে উঠে এসেছে ‘গীতা এলএলবি’। তবে খারাপ হাল জগদ্ধাত্রীর। একসময়ে বাংলার টপার ধারাবাহিক কোনও মোটেই এক থেকে চারের মধ্যে জায়গা করে নিতে পারছে না। এদিকে সূর্য-দীপার রসায়ন বাড়িয়ে তুলছে ‘অনুরাগের ছোঁয়া’র নম্বর। আগের সপ্তাহের ব্যবধানে অনেকটাই নম্বর বেড়েছে স্টার জলসার এই মেগার।
৭.৩ নম্বর নিয়ে প্রথম স্থানে রয়েছে বাংলার টপার ধারাবাহিক নিম ফুলের মধু, ৬.৮ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ফুলকি। তৃতীয় স্থানে যুগ্মভাবে স্থান দখল করে নিয়েছে কথা ও গীতা LLB, তাদের প্রাপ্ত নম্বর ৬.৬ এবং ৬.৩ নম্বর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিক। পঞ্চম স্থানে রয়েছে জগদ্ধাত্রী, প্রাপ্ত নম্বর ৬.১।
প্রথম – নিম ফুলের মধু (৭.৩)
দ্বিতীয় – ফুলকি (৬.৮)
তৃতীয় – কথা, গীতা LLB (৬.৬)
চতুর্থ – কোন গোপনে মন ভেসেছে (৬.৩)
পঞ্চম – জগদ্ধাত্রী (৬.১)
ষষ্ঠ – অনুরাগের ছোঁয়া (৫.৫)
সপ্তম – বঁধূয়া (৫.৪)
অষ্টম – জল থই থই ভালোবাসা (৫.১)
নবম – রোশনাই (৪.৫)
দশম – আলোর কোলে । মিঠিঝোরা (৪.৩)