‘মেয়েবেলা’ ধারাবাহিকের হাত ধরে দর্শকমহলে জনপ্রিয়তা পেয়েছিল মৌ-ডোডো’র জুটি। এই জুটি ৮০ শতাংশ দর্শকের খুব প্রিয় ছিল।। তবে দুর্ভাগ্যবশত, খুব বেশিদিন পর্দায় স্থায়ী হয়নি। জনপ্রিয়তা থাকলেও এই জুটি টিআরপির অভাবে পর্দা থেকে খুব কম সময়ের মধ্যেই বিদায় নিয়েছে।
তবে মৌ অর্থাৎ অভিনেত্রী স্বীকৃতি মজুমদার নতুন ধারাবাহিক নিয়ে পর্দায় ফিরে এলেও ডোডো দা ওরফে অভিনেতা অর্পণ ঘোষালকে দেখা যায়নি। তবে জোর গুঞ্জন, এবার ফিরতে চলেছেন সকলের প্রিয় অর্পণ ঘোষাল। খুব শীঘ্রই তাকে নতুন ধারাবাহিকে দেখা যেতে পারে। এমনটাই গুঞ্জন ভেসে আসছে। তবে অভিনেতা কিন্তু এই ব্যাপারে মুখ খোলেননি এখনো পর্যন্ত।
বাংলা টকিজের ধারাবাহিকের হাত ধরে আসছে নতুন এক ধারাবাহিক। আর এই ধারাবাহিককে নায়িকা চরিত্রে দেখা মিলবে ‘মন দিতে চাই’ ধারাবাহিকে দোয়েল ওরফে অভিনেত্রী শ্রীতমা মিত্র। আর তার বিপরীতেই নায়ক হিসাবে দেখা মিলবে অভিনেতা অর্পণ ঘোষালকে। যদিও টেলি পাড়ার গুঞ্জন এটা। এই গুঞ্জন কতটা সত্য এখন সেটাই দেখার।