এবার পর্দায় একসঙ্গে জুটিতে রুকমা-অনিন্দ্য

রুকমা-অনিন্দ্য

অভিনেত্রী রুকমা রায় এবং অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায় দুজনেই ছোটপর্দার জনপ্রিয় দুই মুখ। একজন  ‘কিরণমালা’, ‘দেশের মাটি’, ‘লালকুঠি’ ধারাবাহিকের হাত ধরে খ্যাতি অর্জন করেছে। অন্যদিকে আরেকজন ‘গাঁটছড়া’ ধারাবাহিকে রাহুল চরিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেছেন।

তবে এবার পর্দায় দুজন জুটি বাঁধতে চলেছেন। না, কোনও নতুন ধারাবাহিকে নয় বরং ওয়েব সিরিজ ‘নষ্টনীড় ২’-এ জুটি বাঁধতে চলেছেন একসঙ্গে। নিজেরাই সেই সুখবর ভাগ করে নিয়েছেন সোশ্যালে।

রুকমার সঙ্গে একটি ছবি শেয়ার করে অভিনেতা অনিন্দ্য লেখেন, ‘বিয়ে না লিভ ইন ? ২০২৪ এ দাঁড়িয়ে কোনটা বেশি প্রাসঙ্গিক?” বোঝাই যাচ্ছে বেশ অন্যরকম গল্প তুলে ধরা হবে এই সিরিজে।

প্রসঙ্গে, খুব শীঘ্রই আবার ছোটপর্দায় ফিরবেন অভিনেত্রী রুকমা রায়। তাকে শেষবার দেখা গিয়েছিল সান বাংলায় ‘রুপ সাগরের মনের মানুষ’ ধারাবাহিকে।