জি-বাংলার একটি অন্যতম মেগা ধারাবাহিক ‘পুবের ময়না’। এপার বাংলা আর ওপার বাংলার গল্প মিলেমিশে এক অন্যরকম গল্প পর্দায় তুলে ধরার চেষ্টা করেছিলেন নির্মাতারা। ময়না আর রোদ্দুরের জুটি খুব অল্প সময়ের মধ্যে দর্শকের মন জিতে নিয়েছিল।
টিআরপি কম থাকায় এই ধারাবাহিককে মাঝে বন্ধ করে দেওয়া হয়েছিল। ধারাবাহিকের শুটিং শেষও করে দেওয়া হয় তবে দর্শকের অনুরোধে আবার এই ধারাবাহিকটিকে পর্দায় আনা হয়। যা বাংলা সিরিয়ালে আগে কখনো ঘটেনি। তবে ফিরে এসেও শেষ রক্ষা হল না।
শোনা যাচ্ছে, এবার বন্ধ হচ্ছে এই মেগা। সূত্রের খবর, আর কয়েকদিনের মধ্যেই বন্ধ হবে পুবের ময়নার শুটিং। শুটিং শেষ হলেও পর্দায় আরও বেশ কিছুদিন সম্প্রচার হবে পুবের ময়না।